logo
  • ঢাকা বুধবার, ২৭ মে ২০২০, ১৩ জ্যৈষ্ঠ ১৪২৭

করোনা আপডেট

  •     গত ২৪ ঘণ্টায় দেশে ১৫৪১ জন শনাক্ত, মৃত্যু ২২ জন, সুস্থ হয়েছেন ৩৪৬ জন, ৪৮টি ল্যাবে ৮০১৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে, শনাক্তের হার ১৯ দশমিক ২২ শতাংশ: স্বাস্থ্য অধিদপ্তর

‘বেকার হয়ে পড়া শ্রমজীবীদের পাশে দাঁড়ান’

আরটিভি অনলাইন রিপোর্ট
|  ২৮ মার্চ ২০২০, ১৫:৩৬ | আপডেট : ২৮ মার্চ ২০২০, ১৭:৫৬
‘বেকার হয়ে পড়া শ্রমজীবীদের পাশে দাঁড়ান’
মাহমুদউল্লাহ রিয়াদ
দশ দিনের লম্বা ছুটি। বলা যায় অঘোষিত লক-ডাউন গোটা দেশ। করোনাভাইরাসের সংক্রমণে এখন পর্যন্ত বাংলাদেশে মৃতের সংখ্যা ৫ জন। আক্রান্তের সংখ্যাও বাড়ছেন দিন দিন।

এমন অবস্থায় গোটা দেশ যখন অচলাবস্থায় তখন বেকার হয়ে পড়ছেন নিন্ম আয়ের শ্রমজীবী মানুষরা। বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের অনুরোধ, তাদের পাশে দাঁড়ানোর।

‘যারা শ্রমজীবী মানুষ আছে তারা হয়তো এ মুহূর্তে বেকার হয়ে পড়ছে। তাদের পাশে দাঁড়ানো জরুরী। আমরা চেষ্টা করবো যার যার অবস্থান থেকে এগিয়ে আসার। তাদের সাহায্য করার।’

এই সময়ে ঘরে থাকতে থাকতে অবসাদ চলে আসতে পারে সবারই। তবুও যেন বাইরে না যাওয়া হয়। এমনটাই চাওয়া এই টাইগার অলরাউন্ডারের।

‘আমাদের ভেতরে হয়তো একটু অবসাদ চলে আসতে পারে। একটু একঘেয়েমি অনুভব হতে পারে। মাথায় আসতে পারে একটু বাসার নিচে যাই। একটু কয়েকজনের সঙ্গে কথা বলি বা বাসার সামনের মোড় থেকে একটু হেঁটে আসি। যদি কারো মাথায় কিংবা মনে এরকম চিন্তাধারা উঁকি দিয়ে থাকে সেগুলোও যেন আমরা মাথা থেকে ঝেড়ে ফেলি। কারণ এ মুহূর্তে বাসায় থাকাটাই নিরাপদ। এটা সময়ের দাবি। এই নিয়মটা যেন আমরা মেনে চলি। এটা যতটুকু আমার জন্য প্রযোজ্য ঠিক আমাদের পরিবারের সদস্যদের জন্য প্রযোজ্য। আবার অন্যদের এবং তাদের পরিবারের জন্য প্রযোজ্য। নিজে নিরাপদে থাকি এবং অন্যদের নিরাপদে রাখার চেষ্টা করি।’

মাহমুদউল্লাহ রিয়াদ ধন্যবাদ জানিয়েছেন চিকিৎসা সেবায় নিয়োজিতদের। যারা দুঃসময়ে সেবা দিয়ে যাচ্ছেন পাশে থেকে।

‘আমাদের ডাক্তার, নার্সরা এবং যারা চিকিৎসা সেবায় নিয়োজিত আছেন সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ। এই দুঃসময়ে করোনার মতো মহামারী ব্যাধির সময় তাঁরা যেভাবে এগিয়ে এসেছেন, দেশকে সেবা দিচ্ছেন সেজন্য মন থেকে আপনাদের আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং আমি বিশ্বাস করি এ মহৎ কাজের জন্য আপনারা অবশ্যই পুরস্কৃত হবেন।’

ঘরে থেকে রিয়াদ যেভাবে সময় পার করছেন সেটিও শেয়ার করেছেন তার ভক্তদের সঙ্গে।

‘কয়েকদিন বাসায় বসে আছি। বাসার নিত্য দিনের কাজগুলো করছি। গাছে পানি দিচ্ছি। বই পড়ছি। ব্যয়াম করছি। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলছি।’

সবকিছুর পরও রিয়াদ মনে করিয়ে দেন নিরাপদে থাকতে, সামাজিক দূরত্ব বজায় রাখতে।

‘আমরা জিনিসগুলো আমরা কিছুদিন মেনে চলি। সামাজিক দূরত্ব বজায় রেখে একত্রে কাজ করি। ইনশাআল্লাহ আমরা এ কঠিন সময় দ্রুত কাটিয়ে উঠবো। ওই ভালো সময় আমাদের থেকে খুব বেশি দূরে নয়, এটা আমি বিশ্বাস করি। সবাই একত্রে দেশকে ভালো কিছু দেওয়ার চেষ্টা করি।’

এমআর/ওয়াই

RTVPLUS

সংশ্লিষ্ট সংবাদ : করোনাভাইরাস

আরও
corona
দেশ আক্রান্ত সুস্থ মৃত
বাংলাদেশ ৩৮২৯২ ৭৯২৫ ৫৪৪
বিশ্ব ৫৬৪১২০৫ ২৪০৭০২৩ ৩৪৯৭০৭
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • খেলা এর সর্বশেষ
  • খেলা এর পাঠক প্রিয়