• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

বাফুফের নির্বাচন স্থগিত

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৭ মার্চ ২০২০, ১৯:১০
বাফুফের নির্বাচন স্থগিত
বাফুফে

খুব দ্রুতই ফিফার কাছে বাফুফের সিদ্ধান্ত পৌঁছে যাবে। নির্বাচন স্থগিত হচ্ছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন শেষ পর্যন্ত নিজেদের অবস্থান থেকে সরে এসেছে।

করোনাভাইরাসের প্রভাবে স্থবির হয়ে গেছে বিশ্ব ক্রীড়াঙ্গন। বাদ যায়নি বাংলাদেশও। এমন অবস্থার মাঝেও বাফুফে অটল ছিল আগামী ২০ এপ্রিল নির্বাচন নিয়ে।

গত কয়েকদিন থেকে করোনা ভাইরাসের জন্য অঘোষিত লক-ডাউন হয়ে আছে গোটা দেশ। তাতেও খুব একটা পদক্ষেপ দেখা যায়নি নির্বাচন পেছানোর।

তবে আজ শুক্রবার ভিডিও কনফারেন্সে জরুরী সভার আয়োজন করে বাফুফে।

সভায় বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম বলেন, আমরা নির্বাচন পেছানোর জন্য ফিফাকে চিঠি লিখব। যতদিন পরিস্থিতি স্বাভাবিক না হয় ততদিন পর্যন্ত নির্বাচন করতে চাই না। এখন দেখি ফিফা থেকে কী উত্তর পাই। আশা করি আগামী সপ্তাহে আমরা এ ব্যাপারে একটা চূড়ান্ত সিদ্ধান্ত পেয়ে যাব।

আশা করা যাচ্ছে, ফিফা এবং এএফসি-ও এই বিষয়ে বাফুফের পাশেই থাকবে।

কবে নাগাদ নির্বাচন হতে পারে এই বিষয়ে আবু নাঈম বলেন, এটি পরিস্থিতির উপর নির্ভর করছে। এ বিষয়ে জানিয়ে দেয়া হবে পরবর্তিতে।

তবে নির্বাচনে কাউন্সিলরদের নাম জমা দেয়ার শেষ তারিখ ৩০ মার্চ থাকলেও সেটি বাড়ানো হয়েছে ৭ এপ্রিল পর্যন্ত।

এমআর/

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
করোনায় আরও একজনের মৃত্যু
আরও ৩৫ জনের করোনা শনাক্ত
করোনায় প্রাণ গেলো আরও ১ জনের, শনাক্ত ৪৯
আরও ৪৬ জনের শারীরে করোনা
X
Fresh