• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

চ্যাম্পিয়নস লিগ জিতলে হলে রিয়ালে যাও, নেইমারকে কার্লোস

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৭ মার্চ ২০২০, ১৫:২৭
neymar
নেইমার ও রবার্তো কার্লোস

২০১৭ সালে বার্সেলোনা ছেড়ে প্যারিস সেন্ট জার্মেইতে (পিএসজি) যোগ দেন নেইমার। ২২২ মিলিয়ন ইউরোর এই চুক্তিতে বিশ্বের ইতিহাসে সবচেয়ে দামি ফুটবলার হয়ে যান ব্রাজিলের এই তারকা। যদিও পরিকল্পনাটা কাজে লাগেনি। ফ্রেঞ্চ দলটির খেলোয়াড় ও ম্যানেজমেন্টের সঙ্গে কয়েক দফা দ্বন্দ্বে জড়িয়েছেন। সবচেয়ে বড় প্রতিপক্ষ ছিল ইনজুরি। সেরাদের সেরা হবার কাতার থেকে বার বার ছিটকে গেছেন। চ্যাম্পিয়নস লিগ শিরোপার লাভের বাসনাও হয়নি পূরণ।

স্বদেশী কিংবদন্তি ডিফেন্ডার রোবার্তো কালোর্স মনে করেন রিয়াল মাদ্রিদই নেইমারের স্বপ্ন পূরণের সত্যিকারের প্লাটফর্ম।

‘আমার মতে অনেক আগেই রিয়াল মাদ্রিদে আসা উচিৎ ছিল নেইমারের। তবে সব চাওয়া সব সময় পূরণ হয় না।’

মাদ্রিদের দলটির হয়ে চারবার লা লিগা ও তিনবার চ্যাম্পিয়নস লিগের শিরোপা জয় করেছেন কালোর্স।