• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

স্বাধীনতা দিবসে শপথ হোক ঘরে থাকার: মাশরাফি

স্পোর্টস ডেস্ক আরটিভি অনলাইন

  ২৬ মার্চ ২০২০, ১৪:০৭
CORONAVIRUS
ছবি- মাশরাফির ফেসবুক পেজ থেকে

এবারই প্রথম কোনও আনুষ্ঠানিকতা ছড়াই পালন হচ্ছে স্বাধীনতা দিবস। করোনাভাইরাসের প্রকোপে থমকে গেছে সব আয়োজন। করোনার বিরুদ্ধে লড়াই করতে ঘরে থাকতে বলা হয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে। স্বাধীনতা দিবসে ফেসবুকে বাংলাদেশ দলের সদ্য বিদায়ী অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা আবারও সবাইকে ঘরে অবস্থান করতে বলেছেন।

করোনাভাইরাসের কারণে স্থবির হয়ে গেছে বিশ্ব ক্রীড়াঙ্গন। একই ভাবে স্থগিত হয়ে গেছে বাংলাদেশের সব প্রতিযোগিতামূলক ক্রীড়া আসরও। এমন অবস্থায় সব খেলোয়াড়রাই নিজেদের স্বাস্থ্য সচেতনতায় রয়েছেন ঘরেই। সবাইকে আহ্বান জানাচ্ছেন ঘরে থাকার।

মাশরাফি নিজ ফ্যান পেজে লিখেছেন, ‘২৬শে মার্চ, ১৯৭১: শপথ ছিল ঘর থেকে বের হবার। ২৬শে মার্চ, ২০২০: এবারের শপথ ঘরে থাকার। ঘরে থাকুন, সুস্থ থাকুন। সংক্রমণ প্রতিরোধে সহায়তা করুন। খেলার স্বাধীনতা যদি আবার ফিরে পেতে চাই, এখন তাহলে উত্তম কিন্তু ঘরে থাকাটাই।’

এর আগে আরেকটি পোস্টে মাশরাফি লিখেন, ‘একটা কথা মনে রাখবেন যে, আপনার ঘরের ক্যাপ্টেন কিন্তু আপনি নিজে। আপনি যদি আপনার ঘরের ক্যাপ্টেন্সি ঠিকমতো করতে পারেন, আমি নিশ্চিত যে এর প্রকোপ কিছুটা হলেও কমাতে পারব। এছাড়া ডিজাস্টার হবার চান্স কিন্তু বেশি। তাই আপনাদের কাছে বিনীত অনুরোধ, আপনারা দয়া করে ঘরে থাকুন। প্লিজ প্লিজ প্লিজ। আপনি নিজে সুরক্ষিত থাকুন, আপনার পরিবারকে সুরক্ষিত রাখুন, আপনার সমাজকে সুরক্ষিত রাখুন। এটা আপনার আমার সবার দায়িত্ব।’