• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

ঢাকায় হতে চলা বঙ্গবন্ধু জুনিয়র এশিয়া কাপ হকি স্থগিত

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৬ মার্চ ২০২০, ১১:৩৮
COVID19 coronavirus,
ফেব্রুয়ারিতে বঙ্গবন্ধু আল আরাফাহ ইসলামী ব্যাংক জুনিয়র এশিয়া কাপের লোগা উন্মোচন হয়

করোনাভাইরাসের প্রকোপে আগামী ৪-১২ জুন ঢাকায় হতে চলা বঙ্গবন্ধু আল আরাফাহ ইসলামী ব্যাংক জুনিয়র এশিয়া কাপ ২০২০ অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করা হয়েছে।

বুধবার রাতে আনুষ্ঠানিক মেইলের মাধ্যমে টুর্নামেন্ট স্থগিত ঘোষণা করে এশিয়ান হকি ফেডারেশন (এএইচএফ)। শুধু জুনিয়র এশিয়া কাপ নয় এ বছরের ১৪-২১ জুন দক্ষিণ কোরিয়ার ডং হায়ে হতে চলা ওমেন্স এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২০ আসরও স্থগিত ঘোষণা করেছে এশিয়ান হকির সর্বোচ্চ এই সংস্থা।

আনুষ্ঠানিক মেইল বার্তায় জানানো হয়, অনিবার্য কারণবশত স্থগিত হওয়া আসর গুলো পরবর্তীতে সুবিধাজনক সময়ে আয়োজনের চেষ্টা করা হবে। সে লক্ষ্যে সংশ্লিষ্ট আয়োজক দেশ, আন্তর্জাতিক হকি ফেডারেশন (এফআইএইচ) ও অন্যান্য বিশ্ব ক্রীড়া সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে কাজ করবে এএইচএফ।

কয়েকদিন আগে দেশের সব ধরনের হকির কার্যক্রম স্থগিত করে কার্যলয় বন্ধ রাখার ঘোষণা দেয়া হয় বাংলাদেশ হকি ফেডারেশনের (বাহফে) পক্ষ থেকে।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হকি ফেডারেশনের সহসভাপতি ইউসুফ আর নেই
X
Fresh