logo
  • ঢাকা সোমবার, ৩০ মার্চ ২০২০, ১৬ চৈত্র ১৪২৬

কোয়ারেন্টিনের সুযোগে ঘরের কাজ করাচ্ছেন ধাওয়ানের বউ (ভিডিও)

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন
|  ২৫ মার্চ ২০২০, ২২:৪১ | আপডেট : ২৫ মার্চ ২০২০, ২৩:০৭
ভারতীয় ওপেনার শিখর ধাওয়ান টয়লেট পরিষ্কার করছেন। কথাটা শুনলে যে কেউই ভ্যাবাচেকা হয়ে যাবে প্রথমে’ কিন্তু এই কাজটাও করছেন এই হার্ড-হিটার।

করোনাভাইরাসের আতঙ্কে গোটা ভারত লক-ডাউন ২১ দিনের। এই সময়টাতে দেশটির ক্রিকেটাররা নানান ভাবে বার্তা দিচ্ছেন সাধারণ মানুষদের।

ভারত-দক্ষিণ আফ্রিকার ওয়ান ডে সিরিজ স্থগিত হয়ে গিয়েছে। আইপিএল নিয়েও চলছে টানাপড়েন। চোট সারিয়ে দক্ষিণ আফ্রিকা সিরিজেই প্রত্যাবর্তন ঘটানোর কথা ছিল বাঁহাতি এই ওপেনারের। তবে আপাতত স্বেচ্ছায় গৃহবন্দি ধাওয়ান। নিজেকে ব্যস্ত রাখছেন গৃহস্থালির কাজে।

রবিচন্দ্রন অশ্বিন যেমন টুইটারে নাম বদলে রেখেছেন ‘স্টে ইন্ডোরস ইন্ডিয়া’। তেমনটা শিখর ধাওয়ান এই কোয়ারেন্টিনে থেকে সাহায্য করছেন ঘরের কাজে।

জামাকাপড় ধোয়া থেকে শুরু করে টয়লেটও পরিষ্কার করছেন। এসময় স্ত্রী আয়েশা ব্যস্ত মেক-আপ নিয়ে।

এ নিয়ে একটি ভিডিও শেয়ার করেছেন সামাজিক গণমাধ্যমে। ওই ভিডিওতে দেখা যাচ্ছে বাথটাবে জামাকাপড় কাচতে। স্ত্রী আয়েশা তখন আয়নার সামনে দাঁড়িয়ে সাজছেন। পরে আয়েশা ফোনে কথা বলার ফাঁকে রীতিমতো শাসনের ভঙ্গিতে নির্দেশ দিচ্ছেন ধাওয়ানকে। ধাওয়ানও স্ত্রীর কথা মতো টয়লেট পরিষ্কার করছেন।

এ নিয়ে ধাওয়ান টুইটে লিখেছেন, বাড়িতে এক সপ্তাহ কাটানোর পর জীবন এরকমই। বাস্তব বড়ই কঠিন।

এমআর/সি

সংশ্লিষ্ট সংবাদ : করোনাভাইরাস

আরও
corona
দেশ আক্রান্ত সুস্থ মৃত
বাংলাদেশ ৪৯ ১৯
বিশ্ব ৭৪১০৩০ ১৫৬৮৩৮ ৩৫১১৪
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • খেলা এর সর্বশেষ
  • খেলা এর পাঠক প্রিয়