logo
  • ঢাকা বুধবার, ০১ এপ্রিল ২০২০, ১৮ চৈত্র ১৪২৬

করোনা আপডেট

  •     গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি মৃত্যু দেখল আমেরিকা- ৮৬৫ জন, মোট মৃত্যু ৩ হাজার ৮৭৩, আক্রান্তের পরিসংখ্যানেও প্রথম স্থানে আমেরিকা- এক লাখ ৭৫ হাজার: ডয়েচে ভেলে। ইউরোপে মৃতের সংখ্যা ৩০ হাজার ছাড়িয়েছে, শুধু স্পেন ও ইতালিতেই মৃত্যু ২০ হাজারের বেশি, ইতালিতে ১২৪২৮, যুক্তরাজ্যে ১৭শ ছাড়িয়েছে: বিবিসি। গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে এক ব্যক্তির মৃত্যু, নতুন আক্রান্ত তিনজন, সবশেষ মৃত্যুর ঘটনাটি ঘটেছিল এক সপ্তাহ আগে: আইইডিসিআর।

করোনা তহবিলে ২৫ লাখ রুপি অনুদান সিএবির

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন
|  ২৫ মার্চ ২০২০, ২০:১৩
করোনা তহবিলে ২৫ লাখ রুপি অনুদান সিএবির
ছবি- সংগৃহীত
করোনা ভাইরাসের কারণে স্থবির হয়ে পড়েছে গোটা দুনিয়া। এই ভাইরাসের প্রকোপ এতটাই বেশী যে, অসুস্থ ব্যক্তিদের চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে স্বাস্থ্য কর্মীরা। এর সঙ্গে বাড়তি হিসেবে যোগ হয়েছে বিশ্বব্যাপী প্রতিষেধক স্বল্পতা।

ভারতও ছাড় পায়নি এই মহামারী হাত থেকে। ইতিমধ্যেই দেশটিকে ২১ দিনের জন্য লক-ডাউন ঘোষণা করা হয়েছে।

ক্রিকেট ভারতের আবেগের বড় একটা জায়গা। আর দেশের এমন সংকটময় অবস্থায় রাজ্য প্রশাসনকে ২৫ লাখ রুপি অনুদানের সিদ্ধান্ত নিয়েছে  ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি )। সিএবির প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়া নিশ্চিত করেছেন বিষয়টি।

‘মানব সভ্যতার সম্ভবত সবচেয়ে অন্ধকার পর্যায়ের মধ্যে দিয়ে চলেছি আমরা। যখন নভেল করোনাভাইরাসের দাপটে বিশ্ব জুড়ে প্রাণ হারাচ্ছে মানুষ। ক্রিকেট এখন একতার প্রতীক, ক্রিকেট এখন মানবতারও প্রতীক। তাই, সিএবির পক্ষ থেকে আমরা জরুরি রিলিফ ফান্ডে ২৫ লাখ রুপি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

সিএবি-র সচিব স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের ভাষ্যমতে, রাজ্য ও কেন্দ্রীয় সরকারের তৎপরতার সঙ্গে সামিল হয়ে এই সংকটের মুহূর্তে মানুষের পাশে দাঁড়াতে এগিয়ে এসেছে তারা।

করোনা ভাইরাস রুখতে হলে যেমন শারীরিক দূরত্ব বজায় রাখা জরুরি তেমন প্রয়োজন সামাজিক একাত্মতা দরকার। সেই কাজটা ভালোভাবেই করছে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি)। এমনকি কোয়ারেন্টিন কেন্দ্র হিসেবে ইডেন গার্ডেন্সকে ব্যবহারের প্রস্তাবও দিয়েছেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়।

'রাজ্য সরকার চাইলে ইডেন্স গার্ডেন দিয়ে দিব হোম কোয়ারেন্টিন করার জন্য। এখানে সব রকমের সুযোগ সুবিধা আছে হোম কোয়ারেন্টিন করার মতো।'

এমআর/

সংশ্লিষ্ট সংবাদ : করোনাভাইরাস

আরও
corona
দেশ আক্রান্ত সুস্থ মৃত
বাংলাদেশ ৫৪ ২৫
বিশ্ব ৮৮৭০৬৭ ১৮৫৫৪১ ৪৪২৬৪
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • খেলা এর সর্বশেষ
  • খেলা এর পাঠক প্রিয়