• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

পর্তুগালের হাসপাতালে রোনালদোর অনুদান

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৫ মার্চ ২০২০, ১৪:০৭
ronaldo
ক্রিশ্চিয়ানো রোনালদো

কয়েকদিন আগে খবর চাউর হয় করোনাভাইরাসে আক্রান্তদের সহায়তায় নিজের হোটেলকে হাসপাতাল রূপান্তর করছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। যদিও পর্তুগালের সাংবাদিকরা বিষয়টি গুজব বলে উড়িয়ে দেন। এবার সত্যিই এই মহামারির বিরুদ্ধে লড়াইয়ে ভূমিকা পালন করলেন সিআর সেভেন। মাতৃভূমির দুই শহর লিসবন ও পর্তোর একাধিক হাসপাতালে অনুদান দিচ্ছেন এই মহাতারকা।

নিজ এজেন্ট জর্জ মেন্ডেসকে সঙ্গে নিয়ে ১ মিলিয়ন ইউরো যা ৯ কোটি ২২ লাখ টাকার সমান অনুদান দিয়েছেন রোনালদো।

গোল ডট কম জানাচ্ছে, অনুদানের অর্থ লিসবনের সান্তা মারিয়া হাসপাতাল,পোর্তোর সান্তো আন্তোনিও হাসপাতালে ও পোর্তো বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রোরো হাসপাতালে পৌঁছে যাবে। এই অর্থ দিয়ে হাসপাতালগুলোর ইন্টেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) খরচ করা হবে।

সান্তা মারিয়া হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, রোনালদোর এজেন্ট মেন্ডেস আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন। তাদের দেয়া অর্থ আমরা কোভিন-নাইনটিন আক্রান্তদের চিকিৎসায় ব্যয় করবো।

এরআগে দেশটির বিভিন্ন হাসপাতালে ১ হাজার মাস্ক ও ২ লাখ পারসোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট (পিপিই) দিয়েছেন এজেন্ট মেন্ডেস।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রোনালদোর পাওনা ১১৩ কোটি টাকা দিতে জুভেন্টাসকে নির্দেশ
এবার জোড়া দুঃসংবাদ পেলেন রোনালদো
রোনালদোর লাল কার্ড, সেমি থেকে বিদায় আল-নাসরের
রোনালদোর হ্যাটট্রিকে নাসরের আরেকটি গোল উৎসব
X
Fresh