• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

করোনা মোকাবেলায় টাইগারদের ৩১ লাখ টাকা দান

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৫ মার্চ ২০২০, ১৩:৫৫
করোনা মোকাবেলায় টাইগারদের ৩১ লাখ টাকা দান
করোনা মোকাবেলায় ৩১ লাখ টাকা দান করল টাইগাররা

করোনাভাইরাস হানা দ্রুত গতিতে বাড়ছে আশপাশের দেশগুলোতে। গোটা বিশ্বের মতো অচল হবার উপক্রম বাংলাদেশও। এরইমধ্যে কোভিড-নাইনটিন ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩৯ জন, মারা গেছেন পাঁচ জন। তবে সুস্থও হয়েছেন ৭ জন।
দেশের এমন ক্রান্তিকালে হাত বাড়িয়ে দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চুক্তিতে থাকা ১৭ ক্রিকেটারের সঙ্গে আরও ১০ ক্রিকেটার।

খেলোয়াড়দের গ্রেড অনুযায়ী চুক্তিভুক্ত ১৭ ক্রিকেটার নিজেদের এক মাসের বেতনের অর্ধেক দিয়েছেন। যেমনটা তামিম ইকবালের মাসিক বেতন ৬ লাখ টাকা।
চুক্তির বাইরে থাকা মাশরাফি বিন মুর্তজা জিম্বাবুয়ে সিরিজের দলে থাকায় পাচ্ছেন ৪ লাখ ২৫ হাজার টাকা। সেই হিসেবে মাশরাফি দিয়েছেন ২ লাখ ১২ হাজার টাকা।

বিসিবির চুক্তিতে থাকা ১৭ ক্রিকেটার হলেন: তামিম ইকবাল, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, মুমিনুল হক, নাঈম হাসান, আবু জায়েদ রাহী, ইবাদত হোসেন, মাহমুদউল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, মোহাম্মদ সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান, আফিফ হোসেন ও মোহাম্মদ নাঈম শেখ।

চুক্তির বাইরে থেকে অনুদান দিয়েছেন মাশরাফি বিন মুর্তজা, ইয়াসির আলি চৌধুরী, মেহেদী হাসান, আমিনুল ইসলাম বিপ্লব, শফিউল ইসলাম, আল-আমিন হোসেন, হাসান মাহমুদ, রুবেল হোসেন, নাসুম আহমেদ ও সাইফ হাসান।