• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

করোনার চিকিৎসা নিশ্চিতে মেসির অনুদান

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৫ মার্চ ২০২০, ১২:৫২
messi
লিওনেল মেসি

করোনাভাইরাসে আক্রান্তদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে এগিয়ে এলেন লিওনেল মেসি। স্পেনের কাতালান প্রদেশের বার্সেলোনার হাসপাতালে অনুদান দিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা। করোনার প্রকোপ থেকে বাঁচতে ১ মিলিয়ন ইউরো (৯ কোটি ২২ লাখ বাংলাদেশি টাকা) দান করেছেন তিনি।

ইতালি, চীনের পর তৃতীয় সর্বোচ্চ মৃত্যু হয়েছে স্পেনে। এই পর্যন্ত দেশটিতে আক্রান্ত হয়েছে ৪২ হাজারেরও বেশি। মারা গেছে ৩ হাজারের কাছাকাছি।

স্প্যানিশ লা লিগার দল বার্সেলোনায় দীর্ঘদিন ধরে খেলছেন মেসি। তাই পরিবার নিয়ে সেখানেই বাস করেন ৩২ বছর বয়সী এই ফরোয়ার্ড। শহরের ক্যাসেলডিফলেস এলাকায় নিজ প্রাসাদে স্বেচ্ছায় গৃহবন্দী হয়ে আছেন তিন সন্তান ও স্ত্রীসহ।

হাসপাতালটির বরাতে দেশটির গণমাধ্যম মুন্ডো ডিপোর্তিভো জানিয়েছে, ১ মিলিয়ান ইউরোর অনুদান দিয়েছেন লিওনেল মেসি।

একদিন আগে ফিফা ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার করোনার বিরুদ্ধে লড়াইয়ের একটি অনলাইন ক্যাম্পেইনে অংশ নিয়েছিলেন বার্সা অধিনায়ক। সেখানে

এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে সচেতনতা গড়ে তোলার পাশাপাশি ঘরে থাকার আহ্বান জানান ছয়বারের ব্যালন ডি’ অর জয়ী।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কোস্টারিকাকে হারাল মেসিহীন আর্জেন্টিনা
X
Fresh