• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

অনির্দিষ্টকালের জন্য বন্ধ লা লিগা

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৪ মার্চ ২০২০, ১২:৩২
coronavirus
ছবি- সংগৃহীত

রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ) জানিয়েছে, যতদিন স্পেনের জনজীবন স্বাভাবিক হচ্ছে না তত দিন মাঠে গড়াচ্ছে না পেশাদার ফুটবল। দেশটির ফুটবলের সর্বোচ্চ সংস্থার সঙ্গে একমত পোষণ করে লা লিগার ২০১৯-২০ মৌসুম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

গেল ১২ মার্চ এপ্রিলের শুরু পর্যন্ত লিগ স্থগিত করার ঘোষণা দেয়া হয়েছিল। ২৭ ম্যাচে ১৮ জয় নিয়ে লিগ টেবিলে সবার উপরে রয়েছে বার্সেলোনা। লিওনেল মেসি নেতৃত্বাধীন দলটির মোট পয়েন্ট ৫৮। সমান সংখ্যক ম্যাচ খেলে ১৬ জয়ে ৫৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে রিয়াল মাদ্রিদ।

এক বিবৃতিতে স্প্যানিশ ফুটবল ফেডারেশন জানিয়েছে, আরএফইএফ ও লা লিগা সব ধরনের ফুটবল অনির্দিষ্টকালের জন্য স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে। যত দিন সরকার মনে করবে স্পেনে স্বাস্থ্য ঝুঁকি রয়েছে ততদিন মাঠে ফুটবল গড়াবে না।

এর আগে করোনার প্রকোপে ইউরো ২০২০ ও কোপা আমেরিকা এক বছর পিছিয়ে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়।

করোনারভাইরাসের কারণে বিশ্বের তৃতীয় সর্বোচ্চ মৃত্যু হয়েছে স্পেনে। ইতালি, চীনের পর এই পর্যন্ত ২ হাজার ৩১১ জন মারা গেছে দেশটিতে।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘অন্যায়ের শিকার হয়েছে বার্সেলোনা’
কবে অবসর নেবেন, জানালেন মেসি
মায়োর্কাকে হারিয়ে লা লিগায় দ্বিতীয় স্থানে বার্সেলোনা
বার্সেলোনাকে হটিয়ে আবারও শীর্ষ দুইয়ে জিরোনা
X
Fresh