• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

‘হিন্দু-মুসলিম এক হয়ে করোনার বিরুদ্ধে লড়াই করুন’ (ভিডিও)

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৩ মার্চ ২০২০, ১৯:৩৫
shoaib againstcorona
শোয়েব আখতার

হিন্দু-মুসলিম ধর্মের বিভেদ ভুলে করোনারভাইরাসের বিরুদ্ধে লড়াই করার আহ্বান জানিয়েছেন শোয়েব আখতার। এমন পরিস্থিতি মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ হতে বার্তা দিয়েছেন পাকিস্তান কিংবদন্তি।

ব্যক্তিগত ইউটিউব চ্যানেলে ক্রিকেট সংক্রান্ত বিভিন্ন ইস্যুতে কথা বলেন শোয়েব। ভয়াবহ এই সঙ্কটের দিনে সবাইকে এক হতে বলেন তিনি।

‘বিশ্ব এখন কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। বিশ্ববাসী এখন গৃহবন্দি। করোনার বিরুদ্ধে সবাই লড়াই চালাচ্ছে। এই সময়ে সবারই দূরত্ব বজায় রাথা উচিত, তবে মানবিক হতে ভুলবেন না। মানবিক হয়ে এখন হিন্দু-মুসলিম ধর্মের বিভেদ ভুলে বিপদের সময় অসহায়দের সাহায্য করুন। অর্থনৈতিক বা বর্ণের ভেদাভেদ দেখবেন না। অন্যদেশগুলোর মতো পাকিস্তানেও করোনা হানা দিয়েছে। উপমহাদেশের আর পাঁচটা দেশের মতো করোনার বিরুদ্ধে লড়াই চালাচ্ছে পাকিস্তান।’

করোনা এখন বিশ্বসংকট উল্লেখ করে শোয়েব বলেছেন,‘সেই কারণেই আমাদের করোনার বিরুদ্ধে সবরকম শক্তি দিয়ে লড়াই চালাতে হবে। লকডাউন ভাইরাস আটকানোর অন্যতম সেরা উপায়। তাই বাড়ি থেকে না বের হওয়াই এখন সবচেয়ে বেশি নিরাপদ।’

যারা সামার্থ্যবান এমন বিপদের সময় দরিদ্র জনগোষ্টিকে সহায়তা করতে এগিয়ে আসা উচিৎ বলে মনে করেন শোয়েব।

‘ধনীরা গৃহবন্দি থাকলে অসুবিধে হওয়ার কথা নয়, তাদের অর্থ সমর্থ রয়েছে। তবে গরীবরা দিনরাত কাজ করে খাবার যোগায়। তাই গরীবরা কাজ না করলে খাবে কী! সেই কারণেই এই পরিস্থিতিতে অর্থনৈতিক বিভেদ ভুলে ধনীদের গরীবের পাশে এগিয়ে আসা উচিত। এখন সমাজের সবার একসঙ্গে লড়াই করার সময়।’

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh