• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

কষ্ট হলেও বাসায় থাকুন: রোমান সানা (ভিডিও)

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৩ মার্চ ২০২০, ১০:০০
roman sana
ছবি-সংগৃহীত

পুরো বিশ্ব এখন করোনারভাইরাসের বিরুদ্ধে লড়াই করছে। এমন পরিস্থিতিতে সচেতন হওয়া ছাড়া আপাতত কিছুই করার নেই সাধারণ মানুষের। পরিচ্ছন্নতাই এই ভাইরাসকে রুখে দিতে পারে এমনটাই মনে করেন দেশসেরা আর্চার রোমান সানা। এক ভিডিও বার্তায় করোনার বিরুদ্ধে শক্ত অবস্থান নিতে আহ্বান জানিয়েছেন এই তারকা।

বিশ্ব আর্চারির ফেসবুকে পোস্ট করা ভিডিওতে রোমান সানা বলেন, ‘আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি যে বিষয়টি নিয়ে আজকে কথা বলতে এসেছি সেটা হচ্ছে করোনাভাইরাস। আমাদের দেশে যে পরিস্থিতি বিরাজ করছে তা আমরা সকলেই জানি। এ বিষয়ে আমরা যারা সচেতন না, তারা একটু সচেতন হলেই আমরা বিষয়টিকে রুখতে পারবো এবং সেটা থেকে আমরা বেঁচে থাকতে পারবো।’

বর্তমান বিশ্বের সেরা আর্চারদের মধ্যে অন্যতম হচ্ছেন রোমান সানা। খুলনায় জন্ম নেয়া এই অ্যাথলেট বাংলাদেশ আনসারের হয়ে খেলে আসছেন। জার্মান কোচ মার্টিন ফ্রেডরিকের অধীনে দেশকে একের পর এক সাফল্য এনে দিচ্ছেন তিনি।

রোমান সানা করোনার বিরুদ্ধে লড়াইয়ের জন্য কয়েকটি পরামর্শ দিয়েছেন।

‘এ বিষয়ে আমাদের যা যা করণীয় তার কিছু কিছু আমরা যদি অনুসরণ করি তাহলে ভাইরাসটা এড়িয়ে চলতে পারবো। প্রথম তো হচ্ছে- সবসময়ের জন্য আমাদের হাত ধুতে হবে। যখন বাইরে থেকে আসি বা আধাঘণ্টা পরপর সাবান বা স্যানিটাইজার ব্যবহার করবো। যখন বাইরে যাবো তখন মাস্ক ব্যবহার করবো, হ্যান্ডগ্লাভস ব্যবহার করবো। বিশেষ প্রয়োজন না থাকলে আমরা ট্রান্সপোর্ট, বাজার এগুলো এড়িয়ে চলবো। প্রয়োজন না পাড়লে আমরা যেন জনসম্মুখে না যাই।’

গেল বছর ওয়ার্ল্ড আর্চারিতে দুর্দান্ত পারফরমেনস উপহার দিয়ে ২০২০ টোকিওতে সরাসরি জায়গা করে নেন রোমান সানা। এসএ গেমসে বাংলাদেশ দল আর্চারির ইভেন্টের সব পদক নিজেরাই তুলে নেয়।

করোনার প্রকোপে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ স্টেডিয়ামে কোয়ারেন্টিনে রয়েছেন রোমান সানা। সেখানেই চলছে অলিম্পিকের প্রস্তুতি।

‘আমি রোমান সানা এবং অন্যান্য আরচাররা এই ট্রেনিং সেন্টারে থেকে অলিম্পিক ও অন্যান্য ইভেন্টের প্রস্তুতি নিচ্ছি। সকলে আমাদের জন্য দোয়া করবেন। আপনারও আমাদের দেশ ও আশপাশের মানুষের জন্য কষ্ট করে হলেও কিছুদিন বাসায় থাকুন। কোয়ারেন্টিনের মাধ্যমে থাকুন। নিজের খেয়াল রাখুন। সকলে সচেতন হলে এটা আমরা রুখতে পারবো ইনশাল্লাহ।’

ওয়াই/পি

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অভিমান করে জাতীয় দল থেকে রোমান সানার অবসর
X
Fresh