logo
  • ঢাকা শনিবার, ২৮ মার্চ ২০২০, ১৪ চৈত্র ১৪২৬

এই সময় সেলফি নয় কোহলির সঙ্গে

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন
|  ২০ মার্চ ২০২০, ১৬:২৪ | আপডেট : ২০ মার্চ ২০২০, ১৬:৩২
এই সময় সেলফি নয় কোহলির সঙ্গে
ছবি- সংগৃহীত
মহামারীতে রূপ নিয়েছে করোনাভাইরাস। ছোঁয়াচে এই ভাইরাস প্রথমে চীনের চীনের হুবেই প্রদেশের রাজধানী উহানে আক্রমণ করলেও সেটি এখন ছড়িয়ে পড়েছে গোটা বিশ্বে। রক্ষা পাচ্ছে না দক্ষিণ এশিয়ার দেশগুলো। এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ১৮০টি দেশ। সারা বিশ্বে মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে ১০হাজার।

বলা হচ্ছে এশিয়ার দেশগুলোই রয়েছে বেশি ঝুঁকিতে। এখন পর্যন্ত ভারতে আক্রান্তের সংখ্যা দুইশ ছাড়িয়ে ২০৬ জন। মৃত্যু হয়েছে পাঁচ জনের।

যে কারণে স্থগিত করা হয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৩তম আসর। বাতিল করা হয়েছে ভারত-দক্ষিণ আফ্রিকা ওয়ানডে সিরিজও।

তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটি ধরমশালায় ভেস্তে যায় বৃষ্টির কারণে। বাকি দুই ম্যাচ অনুষ্ঠিত হবার কথা ছিল লক্ষ্ণৌ ও কলকাতায়। তবে এই দুই ম্যাচে শর্ত জুড়ে দেয়া হয়েছিল, খেলতে হলে দর্শক শূন্য মাঠে খেলতে হবে।

এমন শর্তের পরও ঝুঁকি না নিয়ে সিরিজটি বাতিল করে দেশটির ক্রিকেট বোর্ড বিসিসিআই। খেলোয়াড়েরা ফিরে গেছেন যে যার বাড়ী।

বাড়ী ফেরার সময় লক্ষ্ণৌ বিমান বন্দরে দেখা যায়, ভারতীয় অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে এক নারী ভক্ত সেলফি তুলতে চাইলে সেটি এড়িয়ে যান তিনি।

এমআর/

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • খেলা এর সর্বশেষ
  • খেলা এর পাঠক প্রিয়