• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

কোয়ারেন্টিনে ভারত ফেরত প্রোটিয়ারা

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৮ মার্চ ২০২০, ১৯:৪৯
quinton de kock south africa
ভারতে কোরনা টেস্টের মুখোমুখি দক্ষিণ আফ্রিকার অধিনায়ক কুইন্টন ডি কক

তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ভারত গিয়েছিল দক্ষিণ আফ্রিকা। সিরিজের প্রথম ম্যাচটি বাতিল হয় বৃষ্টির কারণে। ধর্মশালার ওই ম্যাচটি না হওয়ার পর পরই ঘোষণা আসে, পরের দুই ম্যাচ স্থগিত করা হচ্ছে।

করোনাভাইরাস আতঙ্কে প্রথমে লখনৌ ও কলকাতায় দর্শক শূন্য ম্যাচ অনুষ্ঠিত হবার কথা থাকলেও সিরিজ বাতিল করে দেয়ায় দক্ষিণ আফ্রিকা দলকে ফিরতে হয়েছে দেশে।

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাস ছাড়েনি ক্রীড়াঙ্গনকেও। বুধবার দেশে ফিরে সোজা কোয়ারেন্টিনে যেতে হয়েছে প্রোটিয়া ক্রিকেটারদের।

দক্ষিণ আফ্রিকান দলের চিকিৎসক শুয়াইব মাঞ্জরা বলেন, ‘আমরা খেলোয়াড়দের সঙ্গে করোনাভাইরাস নিয়ে আলোচনা করেছি। তাদের বলেছি, আতঙ্কিত না হয়ে ১৪ দিন যেন স্বেচ্ছায় কোয়ারেন্টিনে থাকে। এতে করে তারা যেমন নিরাপদ থাকবেন, নিরাপদে থাকবে তাদের পরিবার এবং আশেপাশের লোকজনও।’

করোনার প্রভাবে এরইমধ্যে স্থগিত করা হয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল), বাতিল করা হয়েছে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। বাংলাদেশের পাকিস্তান সফর, শ্রীলঙ্কা-ইংল্যান্ড টেস্ট সিরিজসহ সব দেশেই বন্ধ রাখা হয়েছে ক্রিকেট।

এমআর/ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh