• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

অলিম্পিক পেছানোর আহ্বান

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৬ মার্চ ২০২০, ১১:৫৩
2020-tokyo-olympics coronavirus
ছবি- সংগৃহীত

করোনাভাইরাসের প্রভাবকে তোয়াক্কা না করে দর্শকশূন্য অ্যাথেন্স স্টেডিয়ামে জ্বলে উঠেছে অলিম্পিক মশাল। যেখানে একের পর এক ক্রীড়া প্রতিযোগিতা স্থগিত হচ্ছে। জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে অবশ্য টোকিও অলিম্পিক আয়োজনের বিষয়ে আশা রাখছেন। ঠিক এমন সময়ে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি) কাছে এবারের আসর পেছানোর আবেদন করলেন ব্রিটিশ অ্যাথলেট।

রীতি অনুযায়ী গেল বৃহস্পতিবার গ্রিসের প্রাচীন শহর অলিম্পিয়ায় প্রজ্বলন করা হয় ২০২০ টোকিও অলিম্পিকের মশাল। যদিও বিশ্বব্যাপী করোনার প্রাদুর্ভাবে এখনও অনিশ্চয়তার মাঝে রয়েছে এই বৈশ্বিক ক্রীড়া আয়োজন।

মশাল প্রজ্বলন অনুষ্ঠানে ছিল না কোন জাঁকজমকতা। দর্শনার্থীদের প্রবেশও ছিল নিষিদ্ধ। বাতিল করা হয় শুক্রবারের মশাল দৌড়। তবে যথা সময়ে গেমস আয়োজনের ব্যাপারে আত্মবিশ্বাসী আয়োজকরা।

তবে এবারের আয়োজনকে আপাতত স্থগিত করার পক্ষে ব্রিটিশ দৌড়বিদ গায় লেয়ারমান্থ।

গার্ডিয়ানকে তিনি বলেন, ‘আইওসি’র মতো সারা বিশ্ববাসী চায় অলিম্পিক সফলভাবেই আয়োজন হোক। তবে অবশ্যই আমি গভীরভাবে বিশ্বাস করি আয়োজনটি পেছানো উচিৎ।’

করোনা ইস্যুকে টেনে লেয়ারমান্থ বলেন, ‘একজন অ্যাথলেট হিসেবে আমি মনে করি, সবকিছুর স্বচ্ছতা থাকা দরকার। কয়েকদিন আগে জাপান সরকার প্রধানের বক্তব্য আমাকে পুরোপুরি আশ্বস্ত করতে পারেনি।’

চলতি বছরের জুলাইয়ে বসবে এবারের অলিম্পিক গেমস। ১৯ মার্চ গেমস আয়োজক কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের আগ পর্যন্ত গ্রীসে থাকবে মশালটি।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্যারিস অলিম্পিকে এমবাপ্পেকে চান ফরাসি প্রেসিডেন্ট
আলোচিত হারমোসোর গোলেই অলিম্পিকে স্পেন
মেসি ও ডি মারিয়ার অলিম্পিক খেলা নিয়ে যা জানালেন মাসচেরানো
ব্রাজিলকে কাঁদিয়ে অলিম্পিকের মূল পর্বে আর্জেন্টিনা
X
Fresh