• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

করোনায় ফ্রি চিকিৎসা দেবেন রোনালদো

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৫ মার্চ ২০২০, ১৩:১৮
cristiano ronaldo
পরিবারসহ নিজের হোটেলে ক্রিশ্চিয়ানো রোনালদো - ফাইল ছবি

দুই দিন আগেই মরণব্যাধী করোনাভাইরাসের সংক্রামণ ঠেকাতে সচেতনতামূলক পোস্ট দিয়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। বর্তমান দল জুভেন্টাসের সতীর্থ ড্যানিয়েল রুগানি এতে আক্রান্ত হওয়ায় বর্তমানে ইতালি ছেড়ে জন্মভূমি পর্তুগালে অবস্থান করছেন বিশ্ব ফুটবলের মহাতারকা। এবার আক্রান্তদের চিকিৎসায় এগিয়ে এলেন তিনি।

স্প্যানিশ গণমাধ্যম মার্কার বরাতে জুভেন্টাস এফসি ডটকম জানাচ্ছে, পর্তুগালের লিসবনে থাকা পেস্তানা সিআরসেভেন লাইফ স্টাইল হোটেলকে হাসপাতালে রূপান্তর করার সিদ্ধান্ত নিয়েছেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী।

মার্কা আরও জানায়, হাসপাতালে আসা সবাইকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়া হবে। শুধু তাই নয়, চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীদের সব খরচ নিজেই দেবেন রোনালদো।

বিশ্বে প্রায় দেড় লাখ মানুষ করোনায় আক্রান্ত। মারা গেছেন ৫ হাজার ৮শোর বেশি। এখনও পর্যন্ত পর্তুগালে ১৬৯ জন আক্রান্ত হলেও কোনও মৃত্যুর খবর আসেনি।