• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

করোনা পরিস্থিতিতে চিকিৎসকদের নির্দেশনা মানতে মেসির আহ্বান

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৫ মার্চ ২০২০, ০৯:৫৩
messi
ছবি- সংগৃহীত

করোনাভাইরাসের কারণে ফুটবল বিশ্ব পুরোটাই স্থবির। উয়েফা চ্যাম্পিয়নস লিগ থেকে ইউরোপের সব বড় লিগগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। চলতি মাসের শেষভাগে ২০২০ বিশ্বকাপ বাছাই পর্বের খেলাগুলোও না হওয়ার সম্ভাবনাই বেশি। এরই মধ্যে জুভেন্টাস, আর্সেনাল, চেলসিসহ বেশ কয়েকটি বড় ক্লাবের খেলোয়াড়-কোচদের করোনায় আক্রান্তের কথা জানা গেছে। বিশ্বকাপ জুড়ে মহামারির রূপ নেয়া এই ভারইরাস থেকে ফুটবলাররা নিজ নিজ বাসস্থানে অবস্থান করছেন।

খেলা স্থগিত তাই পরিবারকে সময় দিচ্ছেন লিওনেল মেসি। বার্সোলোনার মহাতারকা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেলেদের সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন।

শহরের ক্যাসেলডিফলেস এলাকায় নিজ প্রাসাদে কোয়ারেন্টাইনে থাকা মেসি লিখেছেন, ‘সবার জন্য সময়টা খারাপ যাচ্ছে। যেটা হচ্ছে সেটা নিয়ে আমরা সবাই চিন্তিত। এমন অবস্থা থেকে বেড়িয়ে আসতে নিজেরা নিজেদের সাহায্য করতে হবে।

আক্রান্ত ছাড়াও যারা চিকিৎসা সেবা দিচ্ছেন তাদের সবার প্রচেষ্টাকে কুর্নিশ জানিয়েছেন ছয় বারের ব্যালন ডি’অর জয়ী।

‘হয়তো কেউ নিজেই সরাসরি এতে আক্রান্ত। কারও পরিবার বা বন্ধুরা আক্রান্ত হয়েছেন। অনেকেই সামনে থেকে হাসপাতাল বা স্বস্থ্যকেন্দ্রে চিকিৎসা সেবা দিচ্ছেন। আমি চাই সবাই এমন পরিস্থিতে আরও শক্তিশালী হোক।’

করোনা মোকাবেলায় চিকিৎসক ও সরকারের পরামর্শ মেনে চলার আহ্বান জানিয়েছেন আর্জেন্টিনার অধিনায়ক।

‘সবার আগে স্বাস্থ্যকেই প্রাধান্য দেয়া উচিৎ। কঠিন এই সময়ে স্বাস্থ্য সংস্থা আর সরকারের নির্দেশনা মেনে চলা উচিত। একমাত্র সেটা ঠিকঠাকভাবে করলেই আমরা এই ভাইরাসের সঙ্গে লড়াই করতে সক্ষম হবো।’

পরিবার-পরিজনের সঙ্গে সময় কাটানোর এটাই মোক্ষম সুযোগ বলে উল্লেখ করেছেন বার্সা ফরোয়ার্ড।

‘সময় হয়েছে আরও দায়িত্বশীল হওয়ার। সবাই বাড়িতে থাকুন। আপনার জন্য এটা দারুণ সুযোগ প্রিয় মানুষদের সঙ্গে কাছে থাকার। যা সবসময় হয়ে উঠে না। সবাইর জন্য আলিঙ্গন। দ্রুত এমন পরিস্থিতি থেকে পরিত্রাণ পাবো এটাই প্রত্যাশা।’

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কোস্টারিকাকে হারাল মেসিহীন আর্জেন্টিনা
X
Fresh