• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

রোনালদোর দলে করোনার থাবা

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ১২ মার্চ ২০২০, ১২:৫১
Coronavirus Daniele Rugani ronaldo
ক্রিশ্চিয়ানো রোনালোদর সঙ্গে ড্যানিয়েল রুগানি

ইতালিতে ভয়ঙ্কর রূপ ধারণ করেছে করোনাভাইরাস। এবার আক্রান্ত হয়েছেন দেশটির জাতীয় ফুটবল দলের খেলোয়াড় ড্যানিয়েল রুগানিও। ২৫ বছর বয়সী এই সেন্টার ব্যাক জুভেন্টাসের হয়ে খেলছেন। যেখানে রয়েছেন পর্তুগীজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো।

বিশ্বজুড়ে করোনায় আক্রান্তের সংখ্যা ১ লাখ ২৬ হাজার ছাড়িয়েছে। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে সাড়ে ৪ হাজারের বেশি। শুধু ইতালিতে প্রায় সাড়ে ১২ হাজার জন আক্রান্ত। মারা গেছে ৮০০ জনের বেশি মানুষ।

সংক্রমণ ঠেকাতে প্রাথমিকভাবে দর্শকশূন্য লিগ চালানোর সিদ্ধান্ত নিয়েছিল সিরি আ’ কর্তৃপক্ষ। শেষ পর্যন্ত ফুটবল লিগসহ সব ধরনের খেলা বন্ধ রাখার ঘোষণা দেয়া হয় দেশটির সরকারের পক্ষ থেকে। ঠিক এমন অবস্থায় ইতালিয়ান লিগের বর্তমান চ্যাম্পিয়ন জুভেন্টাসের হয়ে খেলা রুগানির আক্রান্তের বিষয়টি সামনে এলো।

জুভিদের পক্ষ থেকে জানানো হয়েছে, স্বাস্থ্যপরীক্ষা করার পর ড্যানিয়েল রুগানির দেহে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। বর্তমানে চিকিৎসকদের তত্ত্বাবধানে রাখা হয়েছে তাকে।

চলতি মৌসুমে ৭ ম্যাচে অংশ নেয়া রুগানি ২২ ফেব্রুয়ারি স্প্যালের বিপক্ষে দলের হয়ে মাঠে নেমেছিলেন। গেল রোববার ইন্টার মিলানের বিপক্ষে দর্শকবিহীন ম্যাচে সাইড বেঞ্চে দেখা যায় তাকে। সবশেষ মঙ্গলবার জুভেন্টাসের অনুশীলনেও অংশ নেন তিনি।

ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে, নিয়ম অনুযায়ী রুগানির সংস্পর্শে আসা সবাইকে রাখা হয়েছে হোম কোয়ারেন্টাইনে।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রোনালদোর পাওনা ১১৩ কোটি টাকা দিতে জুভেন্টাসকে নির্দেশ
এবার জোড়া দুঃসংবাদ পেলেন রোনালদো
রোনালদোর লাল কার্ড, সেমি থেকে বিদায় আল-নাসরের
রোনালদোর হ্যাটট্রিকে নাসরের আরেকটি গোল উৎসব
X
Fresh