• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ঘরোয়া ফুটবলেও করোনার প্রভাব

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১১ মার্চ ২০২০, ২০:০২
ঘরোয়া ফুটবলেও করোনার প্রভাব
বাফুফে’র সংবাদ সম্মেলন

বিশ্বের নানা প্রান্তে করোনাভাইরাস সংক্রামণের কারণে স্থগিত করা হয়েছে ফুটবলের সব বড় ইভেন্ট। অনেক জায়গায় দর্শক ছাড়াই চলছে খেলা। এবার করোনা ইস্যুতে ঘরোয়া লিগে দর্শকশূন্য ম্যাচ খেলানোর পরিকল্পনা নেয়া হচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) পক্ষ থেকে।

দুই দিন আগেই জানানো হয়েছে, ২০২২ বিশ্বকাপ ও ২০২৩ এশিয়ান কাপে বাংলাদেশের বাছাইপর্বের মার্চ ও জুনের ম্যাচগুলো স্থগিতের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বুধবার এএফসি কাপের বসুন্ধরা কিংস ও টিসি স্পোর্টসের ম্যাচে উপস্থিত হন বাফুফে সভপাতি কাজী মো. সালাউদ্দিন।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের প্রেসবক্সে তিনি জানান, করোনাভাইরাসের প্রকোপ থেকে বাঁচতে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ম্যাচগুলো স্থগিত না করে একটি ভেন্যুতে খেলানোর ইচ্ছা রয়েছে তাদের। ম্যাচগুলো দর্শক ছাড়াই চলবে।

‘আমদের যে লিগ চলছে, সেটা স্থগিত না করে একটি ভেন্যুতে দর্শকবিহীন খেলাতে চাচ্ছি। কারণ লিগ বন্ধ করলে ক্লাবগুলো অনেক ক্ষতির সম্মুখীন হবে।’

বিপিএলে অংশ নেয়া দলগুলো যাতে আর্থনৈতিকভাবে ক্ষতিতে না পড়ে সে চিন্তাও রয়েছে ফেডারেশনের।

কাজী সালাউদ্দিন বলেন, ‘দেশি-বিদেশি খেলেয়াড়দের মাসিক বেতন দিতে আর্থিকভাবে ক্ষতি হবে। খেলাও যাতে চলে ক্লাবগুলোরও যাতে ক্ষতি না হয় সেগুলো দেখে আমরা চিন্তা করেছি একটি মাঠে নিয়ে আসবো লিগ।’

বাফুফে প্রধান জানিয়েছেন, শনিবার পেশদার লিগ কমিটির জরুরি বৈঠকের পর বিষয়টি চূড়ান্ত করা হবে।

ওয়াই/ এমকে

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অব্যাহতি পেলেন আনভীরসহ ৮ জন
করোনায় আরও একজনের মৃত্যু
আরও ৩৫ জনের করোনা শনাক্ত
করোনায় প্রাণ গেলো আরও ১ জনের, শনাক্ত ৪৯
X
Fresh