• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

মুজিববর্ষ মাতাতে ঢাকা আসছেন এ আর রহমান

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৯ মার্চ ২০২০, ০৯:১১
coronavirus a r rahman
এ আর রহমান

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীকে কেন্দ্র করে ব্যাপক আয়োজনের পরিকল্পনা দেশজুড়ে। পিছিয়ে নেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি)। জাতির পিতার জন্মশতবার্ষিকী উৎসব স্মরণীয় করে রাখতে এশিয়া একাদশ ও বিশ্ব একাদশের মধ্যকার দুটি টি-টোয়েন্টি ম্যাচ আয়োজন করছে ক্রিকেট বোর্ড। ভারতের জনপ্রিয় সঙ্গীতশিল্পী এ আর রহমানের কনসার্টও আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়েছে বিসিবির পক্ষ থেকে।

২১ ও ২২ মার্চ মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বসবে এশিয়া একাদশ ও বিশ্ব একাদশের ম্যাচ। তার আগে ১৮ মার্চ আয়োজন করা হবে এই কনসার্টটি। নিশ্চিত করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

রোববার বোর্ড মিটিংয়ের পর সাংবাদিকদের তিনি বলেন, ‘ম্যাচের আগে ১৮ মার্চ করা হবে একটি কনসার্টও। কনসার্টে ভারতের এ আর রহমান সঙ্গীত পরিবেশন করবেন।’

এসময় ক্রিকেট বোর্ডের প্রধানের কাছে প্রশ্ন রাখা হয় দেশে করোনারভাইরাস শনাক্তের কারণে আয়োজনে কোনও ঝুঁকি রয়েছে কি না।

‘সামনে কি পরিস্থিতি হয় সে ব্যাপারে তো আমরা জানি না। করোনাভাইরাস সব দেশেই পাওয়া যাচ্ছে। সরকার যে পদক্ষেপগুলো নেবে, কিংবা নিচ্ছে- সামনে কী সিদ্ধান্ত হবে এবং সামনের পরিস্থিতির উপর নির্ভর করবে।’ যোগ করেন নাজমুল হাসান পাপন।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিসিবির সিদ্ধান্তে একমত সুজন
‘আইপিএল থেকে মোস্তাফিজের শেখার কিছু নেই, তার থেকেই সবাই শিখবে’
তামিমের ভুল ধরিয়ে দেওয়ার যোগ্যতা আছে কি কোচদের?
হাথুরুসিংহের ঢাকায় ফেরা নিয়ে যা জানাল বিসিবি
X
Fresh