• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

সাকিব দেখলেন ম্যানচেস্টার ডার্বি, ম্যাচ জিতল ইউনাইটেড

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৯ মার্চ ২০২০, ০৯:০৪
manchester-united-city-derby, shakib al hasan
ওল্ডট্রাফোর্ড স্টেডিয়ামে সাকিব আল হাসান

আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) নিষেধাজ্ঞা পাওয়া সাকিব আল হাসান ফিরেছেন মাঠে। ম্যানচেস্টার ডার্বি দেখতে উপস্থিত হয়েছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার।

রোববার ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবলের ঐতিহ্যবাহী এই লড়াইয়ে জয়ী হয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যানচেস্টার সিটির বিপক্ষে ২-০ গোলে জয় নিয়ে মাঠ ছেড়েছে রেড ডেভিলসরা।

২০১৯ সালে জুয়াড়িদের সঙ্গে যোগাযোগ করার দায়ে সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করা হয় সাকিবকে। ক্রিকেট সংশ্লিষ্ট বিষয়গুলো থেকে দূরে রয়েছেন আপাতত। যদিও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড ও বিভিন্ন পণ্যের ব্রান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করছেন ঠিকই।

একটি আন্তর্জাতিক তেল উৎপাদনকারী প্রতিষ্ঠানের বাংলাদেশ শাখার সঙ্গে যুক্ত রয়েছেন সাকিব। প্রতিষ্ঠানটি ম্যানইউ’র সঙ্গেও সম্পৃক্ত। সেই সুবাদে ইংলিশ দলটির ঘরের মাঠ ওল্ডট্রাফোর্ডে খেলা দেখতে যান ৩২ বছর বয়সী এই তারকা।

এদিন ইউনাইটেডের হয়ে একটি করে গোল করেছেন ফ্রেঞ্চ ফরোয়ার্ড অ্যান্থনি মার্সিয়াল ও স্কটিশ মিডফিল্ডার স্কট ম্যাকটোমিনায়।

আগামী ২৮ মার্চ অস্ট্রেলিয়ার মেলর্বোনে বসবাসকারী বাংলাদেশিদের আয়োজিত একটি ক্রিকেট ফেস্টে প্রধান অতিথি হিসেবে যোগ দেয়ার কথা রয়েছে সাকিবের।

চলতি বছরের শেষ দিকে নিষেধাজ্ঞা শেষ হবে বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে গ্রহণযোগ্য এই সদস্যের।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাকিবের মাঠে ফেরা নিয়ে যা জানালেন কোচ সোহেল 
বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন সাকিব
ঈদের নামাজ শেষে সাকিবকে দেখে ভুয়া ভুয়া স্লোগান
ঈদের শুভেচ্ছা জানালেন তামিম-সাকিব-জ্যোতিরা
X
Fresh