• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

রাতে ম্যানচেস্টার ডার্বির জমজমাট লড়াই

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৮ মার্চ ২০২০, ১০:০৯
manchester united
ছবি- সংগৃহীত

ফুটবলের অন্যতম জনপ্রিয় লড়াই ম্যানচেস্টার ডার্বিতে রোববার সিটির মুখোমুখি হবে ইউনাইটেড। ওল্ড ট্রাফোর্ড খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে দশটায়।

ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুলের কাছে কার্যত শিরোপা খুইয়ে দ্বিতীয়স্থানে রয়েছে ম্যানচেস্টার সিটি। তবে মর্যাদার এ লড়াইতে চ্যাম্পিয়নস লিগের জন্য প্রেরণাও খুঁজবে পেপ গার্দিওলার দল।

লিগ টেবিলের সপ্তম স্থানে থাকা ম্যানচেস্টার ইউনাইটেডের লক্ষ্য শীর্ষ চার নিশ্চিত করা।

এই লড়াইতে নামার আগে নয় ম্যাচ অপরাজিত থাকার স্বস্তি রেড ডেভিলদের।

এদিকে অপরাজিত থাকার ধারায় অষ্টম ম্যাচে নিয়ে গেলো আর্সেনাল। নিজেদের ২৮তম ম্যাচে ওয়েস্টহ্যাম ইউনাইটেডকে ১-০ গোলে হারিয়েছে গানাররা।

এমিরেটস স্টেডিয়ামে প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ ম্যাচের প্রথমার্ধ শেষ হয় গোলশূণ্য। ৭৮ মিনিটে মেসুত ওজিলের হেড থেকে ম্যাচের জয়সূচক একমাত্র গোলটি করেন আলেক্সান্ডার লাকাজাতে।

এই জয় সত্বেও পয়েন্ট টেবিলের নবম স্থানে আর্সেনাল।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চ্যাম্পিয়নস লিগে ফাইনালের আগেই ফাইনাল!
ফের শীর্ষে আর্সেনাল
শেষের ভুলে অবিশ্বাস্য হার ম্যানইউর
ব্রেন্টফোর্ডের সঙ্গে কোনোমতে ড্র ম্যান ইউ’র
X
Fresh