• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

বৃষ্টির পর লিটনের ঝড়

আরটিভি অনলাইন

  ০৬ মার্চ ২০২০, ১৯:৩০
Liton Das
ছবি- সংগৃহীত

তামিম ইকবালের সঙ্গে ওপেনিং জুটিতে নয়া রেকর্ড গড়েছেন লিটন দাস। জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচটি বৃষ্টি কারণে কমিয়ে আনা হয় ৪৩ ওভারে। শুক্রবার বৃষ্টি শুরু হওয়ার আগেই ক্যারিয়ারের তৃতীয় শতক তুলে নিয়েছিলেন। প্রায় আড়াা ঘণ্টা পর খেলা শুরু হলে ঝড় তুলেন লিটন দাস।

সিলেটে জিম্বাবুয়ের বাউন্ডারিতে থাকা ফিল্ডারদের একের পর এক চার-ছক্কা মেরে ব্যস্ত রাখেন তিনি।

দলীয় ২৯২ রানে ফিরে যান লিটন। কার্ল মুম্বার বলে সিকান্দার রাজার হাতে ধরা পড়ার আগে ১৪৩ বল থেলে ১৭৬ রান তুলে নেন তিনি।১৬টি চার ও ৮টি ছক্কায় ইনিংসটি সাজান এই ওপেনার। যা গেল ম্যাচে তামিমের করা ১৫৮ রানের ইনিংসটি ছাড়িয়ে গেছে। তার মানে লিটনই হচ্ছেন ওয়ানডেতে বাংলাদেশের সর্বোচ্চ ইনিংসের মালিক।

এর আগে ১৯৯৯ সালের শাহরিয়ার হোসেন ও মেহরাব হোসেনের করা ১৭০ রানের ওপেনিং জুটির রেকর্ড ভাঙেন তামিম-লিটন।

ওপেনিং জুটিতে ২৯২ রানের জুটি বর্তমানে বাংলাদেশের সেরা। এই জুটিটি বিশ্ব ক্রিকেটের ওপেনিংয়ে তৃতীয় সেরা জুটি। অন্যদিকে একদিনের ক্রিকেটে সব মিলিয়ে ষষ্ঠ সেরা।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ডিপিএল থেকে ছুটি নিলেন লিটন
লিটনকে নিয়ে যা বললেন প্রধান নির্বাচক লিপু
ডিএমপির আর্থিক অনুদান পেলেন ২১৭ পুলিশ সদস্য
লিটনকে ট্রল করা নিয়ে যা বললেন নিক পোথাস
X
Fresh