• ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
logo

করোনা নিয়ে সতর্ক বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসের আয়োজকরা

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৫ মার্চ ২০২০, ১৭:১৩
bangabandhu 9th bangladesh games 2020
ছবি- সংগৃহীত

তিন বছর পিছিয়ে জাতির পিতার বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মশত শতবার্ষিকীকে সম্মান জানিয়ে ১ এপ্রিল শুরু হবে বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমস। করোনাভাইরাস নিয়ে সতর্ক অবস্থানে রয়েছে আয়োজকরা।

বৃহস্পতিবার কুর্মিটোলা গলফ ক্লাবে বাংলাদেশ গেমসের ২০২০ সালের আসর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য দেয়া হয়েছে।

বরাবরই অবহেলিত থাকা বাংলাদেশ গেমসের নবম আসর ২০১৭ সালে হবার কথা থাকলেও শুরু হচ্ছে আগামী মাসের প্রথম দিনে। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীকে উপলক্ষ বানিয়ে প্রতিযোগিতার লোগোতে থাকছে তাঁর ছোঁয়া। শান্তির বাণী ছড়িয়ে দিতে এবারের মাসকট পায়রা। ১৯৭৮ সালে শুরু হওয়া এই গেমসের সব শেষ আয়োজন হয়েছিল ২০১৩ সালে।

ক্রীড়া স্বার্থ ও টেকসই অগ্রগতি মাথায় রেখে এরইমধ্যে ফেডারেশন ও অ্যাসোসিয়েশনগুলোকে অর্থবরাদ্দসহ নির্দেশনা দেয়া হয়েছে।