• ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
logo

করোনাকে পাশ কাটিয়ে যথা সময়ে অলিম্পিক আয়োজনের প্রত্যয়

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৪ মার্চ ২০২০, ১৭:৪৩
OLYMPIC GAMES TOKYO 2020
ছবি- সংগৃহীত

ভয়ঙ্কর রূপ ধারণ করে প্রায় ৭০টি দেশে ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাস। দিনের পর দিন মৃতের সংখ্যা বাড়ছে। নতুন করে আক্রান্তদের খোঁজ মিলেছে। এমন পরিস্থিতিতে আগামী জুলাইয়ে টোকিওতে বসতে চলা অলিম্পিকের আসর নিয়ে জেগেছে শঙ্কা। তবে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি) জানিয়েছে, ২০২০ অলিম্পিক নির্ধারিত সময়েই আয়োজন করার ইচ্ছা রয়েছে তাদের।

প্রাণঘাতী এই ভাইরাসের কারণে এই মুহূর্তে গ্রীষ্মকালীন অলিম্পিকের আসর বসা নিয়ে নানা জল্পনা চলছিল। বিশ্ব গণমাধ্যমের কেউ কেউ জুলাইয়ের পরিবর্তে বছরে শেষ দিকে এই বৃহৎ ক্রীড়াযজ্ঞ বসতে পারে বলে জানিয়েছে।

সম্প্রতি জাপানের সংসদে অলিম্পিক মন্ত্রী সেইকো হাসিমোতো বলেছেন, ‘অলিম্পিক আয়োজনের জন্যে যে চুক্তি হয়েছে তাতে ২০২০ সালের মধ্যে অলিম্পিকের আসর শেষ করতে হবে। সেক্ষেত্রে করোনা আতঙ্ক বজায় থাকলে আপাতত বছর শেষে অলিম্পিক হতে পারে। প্রয়োজনে ততদিন টুর্নামেন্ট স্থগিত রাখা যেতে পারে।’

সূচি অনুযায়ী অলিম্পিক ২৪ জুলাই থেকে ৯ অগাস্ট হওয়ার কথা। বছর শেষে হলে গ্রীষ্মকালীন অলিম্পিকের পরিবর্তে শীতকালীন অলিম্পিক হবে।