• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

মেসিকে রুখে গোল করার মতো উদযাপন মার্সেলোর (ভিডিও)

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ০২ মার্চ ২০২০, ০৯:৪৯
marcelo-messi
ছবি- সংগৃহীত

রিয়াল মাদ্রিদের হয়ে মার্সেলো খেলছেন ২০০৭ সাল থেকে। দীর্ঘ এই পথ চলায় বেশ কয়েকবার সাক্ষী হয়েছেন এল ক্লাসিকোর। চলতি মৌসুমটা ভালো যাচ্ছিল না ব্রাজিলের এই লেফট ব্যাকের। তবে রোববার রাতে যেমন পারফরম্যান্স উপহার দিয়েছেন, নিশ্চিত মন গলবে জিনেদিন জিদানের।
রিয়ালের কোচের দেয়া ‘বিশেষ দায়িত্ব’ পালনে সফল হয়েছেন মার্সেলো। প্রতিপক্ষ বার্সেলোনার সবচেয়ে বড় তারকা লিওনেল মেসিকে রুখেছেন বারবার।

রোববার সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচের ৭১তম মিনিটে গোল হজম করতে হয় বার্সার। রিয়ালের হয়ে প্রথম গোলটি করেন ভিনিসিয়াস জুনিয়র। চার মিনিট পর পাল্টা আক্রমণে বল নিয়ে এগিয়ে যায় কাতালানরা। আঁতোয়া গ্রিজমানের দেয়া বল নিয়ে যখনই রিয়ালের গোল পোস্টের দিকে প্রবেশ করছিলেন ঠিক তখনই মার্সেলোর সফল ট্যাকেল। ছয়বারের ব্যালন ডি’ অর জয়ী মেসিকে রুখতে পেরে এই ডিফেন্ডারের উদযাপন দেখলে মনে হবে যে গোল আদায় করে নিয়েছেন তিনি।

শুধু তাই নয়, গতিতেও এদিন মেসিকে পেছনে ফেলেন মার্সেলো। আর্জেন্টাইন ফরোয়ার্ডের গতি ছিল ঘণ্টায় ২৯.৫ কিলোমিটার। অন্যদিকে ৩১ বছর বয়সী মার্সেলো দৌড়েছেন ঘণ্টায় ৩০.৯ কিলোমিটার।

এদিন ম্যাচের একেবারে শেষ মুহূর্তে এসে গোল করে দলকে ২-০তে জয় এনে দেন মারিয়ানো ডিয়াজ।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কবে অবসর নেবেন, জানালেন মেসি
কোস্টারিকাকে হারাল মেসিহীন আর্জেন্টিনা
ইসলামিয়া চক্ষু হাসপাতালে চাকরির সুযোগ
মেসির পর এবার দি মারিয়াকে হত্যার হুমকি
X
Fresh