• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

ট্রাম্পের গলফ ক্লাবকে ৪৬ কোটি টাকা জরিমানা

স্পোর্টস ডেস্ক,আরটিভি অনলাইন

  ০২ ফেব্রুয়ারি ২০১৭, ১৪:২৫

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মালিকানাধীন গলফ ক্লাবকে ৫ দশমিক ৭৭ মিলিয়ন ডলার (প্রায় ৬০ লাখ) জরিমানা করলেন আদালত। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৪৬ কোটি টাকা।

বুধবার ফ্লোরিডার ফেডারেল আদালত এ আদেশ দেন।

ক্লাবটির নাম ট্রাম্প ন্যাশনাল গলফ ক্লাব জুপিটার। আদেশে বলা হয়, এই অর্থ পাওনা হিসেবে ক্লাবটির সাবেক সদস্যদের পরিশোধ করবেন ট্রাম্প।

ক্লাবের সাবেক ৬৫ জন সদস্যের অভিযোগ, ২০১২ সালে ক্লাবটি কেনেন বর্তমান মার্কিন প্রেসিডেন্ট। ওই সময় তাদের ব্যাংকিং হিসাব নম্বরে ট্রাম্পের দেয়া অর্থের গরমিল রয়েছে।

তাদের মতে, চুক্তি ভঙ্গ করে তাতে ৫ মিলিয়ন ডলার কম দেন মার্কিন ধনকুবের।

২০১৩ সালের এ নিয়ে ট্রাম্পের বিরুদ্ধে মামলা করেন তারা। এতে বার্ষিক খরচও চান ক্লাবটির সাবেক সদস্যরা।

গেলো আগস্টে এ নিয়ে দু’দিনব্যাপী শুনানি হয়। অবশেষে বুধবার ওয়েস্ট পাম বিচের মার্কিন জেলা জজ কেনেথ মাড়া রায় দেন।

রায়ে সুদসহ ওই বকেয়া পরিশোধ করতে নির্দেশ দেন বিচারক।সবমিলিয়ে এর পরিমাণ দাঁড়ায় ৫ দশমিক ৭৭ মিলিয়ন ডলার।

তবে এ বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্প বা তার কোনো সংস্থার কেউ মন্তব্য করেননি।

ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh