• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

অজিদের রেকর্ডে চাপা পড়ল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৭ ফেব্রুয়ারি ২০২০, ১৮:৩০
অজিদের রেকর্ডে চাপা পড়ল বাংলাদেশ
ছবি- আইসিসি

পার্থে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে হারলেও সমান তালে লড়াই করেছিল সালমা-জাহানারারা। আশা ছিল, স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে হতাশা ঘুচবে।

তবে হয়েছে উল্টো। স্বাগতিক অস্ট্রেলিয়ার কাছে নাজেহাল হতে হয়েছে লাল-সবুজদের। শক্তিশালী অস্ট্রেলিয়ার কাছে একরকম উড়ে গেছে বাংলাদেশ।

শুরুতে অ্যালিসা হেলি আর বেথ মুনির রেকর্ড জুটির পর জেস জনাসনের ওভার হ্যাট্রিকে ৮৬ রানে হেরে মাঠ ছাড়ে বাংলাদেশ। জনাসনের শেষ ওভারে টানা তিন উইকেট পড়ে।

আজ বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) ক্যানবেরার মানুকা ওভালে ‘এ’ গ্রুপের ম্যাচে টস জিতে বাংলাদেশ নারী দলের বিপক্ষে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অজি অধিনায়ক মেগ ল্যানিং।

ওপেনার অ্যালেসা হিলি ৫৩ বলে ৮৩ এবং বেথ মুনি খেলেন ৫৮ বলে ৮১ রানের ইনিংস। দুই ওপেনারের জুটি ভাঙে ১৫১ রানের মাথায়। যা নারী টি-টোয়েন্টিতে ওপেনিং জুটির ষষ্ঠ রেকর্ড জুটি।

শেষদিকে এসলেগ গার্ডনারের ৯ বলে ২২ রানের ক্যামিও ইনিংসে ভর করে ১ উইকেটে ১৮৯ রান তোলে অজিরা। যা নারী টি-টোয়েন্টিতে তৃতীয় সর্বোচ্চ রান।

বাংলাদেশের হয়ে এক মাত্র উইকেটটি নেন সালমা খাতুন।

১৯০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে সালমার দল শেষ পর্যন্ত ৯ উইকেট হারিয়ে করতে পারে ১০৩ রান। যার ফলে ৮৬ রানের হার নিয়ে মাঠ ছাড়ে তারা।

টি-টোয়েন্টিতে এটি লাল-সবুজের মেয়েদের সবচেয়ে বড় হার। আগের রেকর্ড হারটি ছিল ৭৯ রানের। ২০১৪ বিশ্বকাপে ইংল্যান্ড ও ভারতের বিপক্ষে দুবার একই রানে হেরেছিল বাংলাদেশ।

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টিতে এটাই যেকোনো দলের সর্বোচ্চ দলীয় সংগ্রহ। আগের রেকর্ডটি ছিল দক্ষিণ আফ্রিকার দখলে। ২০১৮ সালে ব্লুমফন্টেইনে প্রোটিয়া মেয়েরা করেছিল ৪ উইকেটে ১৬৯ রান।

এমআর/ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh