• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

দিল্লিতে সম্প্রীতি বজায় রাখতে শেবাগ-যুবরাজ-হরভজনের আহ্বান

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৬ ফেব্রুয়ারি ২০২০, ১৫:২৬
delhi
ছবি- সংগৃহীত

নাগরিকত্ব সংশোধনী আইন বা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট (সিএএ) দ্বন্দ্বে উত্তপ্ত দিল্লি। সংঘর্ষের কারণে এই পর্যন্ত প্রাণ গিয়েছে ২১ জনের। গুলিবিদ্ধ ও পাথরের আঘাত নিয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছে প্রায় শতাধিক ব্যক্তি। দেখলেই গুলি অর্থাৎ শুট অ্যাট সাইটের নির্দেশ দেয়া হয়েছে দিল্লি পুলিশের পক্ষ থেকে।

এমন পরিস্থিতিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে আহ্বান জানিয়েছেন ভারতের সাবেক ক্রিকেট তারকারা।

দেশটির সাবেক ওপেনার বিরেন্দ্র শেবাগ রাজধানীবাসীকে উদ্দেশ্য করে বলেন, ‘দিল্লিতে যা ঘটছে, তা সত্যি আমাদের জন্য দুর্ভাগ্যজনক। সবার কাছে অনুরোধ, মাথা ঠান্ডা রাখুন। শান্তি বজায় রাখুন। সংঘর্ষে কেউ আহত হলে বা কারও ক্ষতি হলে এই মহান দেশের রাজধানীর গায়ে কালিমা লাগবে। শান্তি ও মানসিক সুস্থতার প্রার্থনা করছি।’

‘দিল্লিতে যা ঘটছে তা হৃদয় বিদারক। সবার কাছে একটাই অনুরোধ দয়া করে শান্তি ও সম্প্রতি বজায় রাখুন। আশা করি কর্তৃপক্ষ দ্রুত পরিস্থিতি শান্ত করতে সক্ষম হবে। দিনশেষে আমরা সবাই মানুষ। সবাইকে সবার ভালোবাসতে হবে, দিতে হবে সম্মান।’ টুইট পোস্টে লিখেছেন, ২০১১ সালের বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের অন্যতম কারিগর যুবরাজ সিং।

এদিকে সহিংসতার একটি পোস্ট শেয়ার করে সাবেক স্পিনার হরভজন সিং বলেন, ‘নিজেরাই নিজেদের কেন খুন করছেন? সবাইকে অনুরোধ করছি, কেউ কাউকে আঘাত করবেন না।’

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গুজরাটকে গুঁড়িয়ে দিল্লির রেকর্ড জয়
গুজরাটকে ব্যাটিংয়ে পাঠালো দিল্লি
বোলিংয়ে শক্তি বাড়াতে দিল্লির নতুন চমক
দিল্লিকে হারিয়ে মুম্বাইয়ের প্রথম জয়
X
Fresh