• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

ইতালিতে ব্যর্থ মেসি জাদু

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৬ ফেব্রুয়ারি ২০২০, ০৯:০৮
ইতালিতে ব্যর্থ মেসি জাদু
ইতালিতে ব্যর্থ মেসি জাদু, ছবি: সংগৃহীত

লা লিগার ম্যাচে ঘরের মাঠ ন্যু ক্যাম্পে ৪ গোল দিয়ে দলকে জয় এনে দিলেও নেপোলির বিরুদ্ধে রংহীন ছিলেন লিওনেল মেসি। উয়েফা চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর ম্যাচে ইতালির দলটির বিপক্ষে বার্সেলোনা ১-১ গোলে ড্র করেছে।

সোমবার রাতে স্তাডিও সান পাওলোতে হয়ে ম্যাচের ৩০ মিনিটের মাথায় এগিয়ে যায় নেপেলি। বেলজিয়ান স্ট্রাইকার ডেরিয়েস মেরটেনস গোলটি করেন।
প্রথমার্ধে পিছিয়ে পড়ে গোল শোধ না করতে পারলেও ম্যাচের ৫৭তম মিনিটে বার্সার হয়ে গোল করেন ফ্রেঞ্চ তারকা আঁতোয়া গ্রিজমান। গোল না তুলতে পারা মেসি ৬৬ মিনিটে হলুদ কার্ড দেখেছেন এদিন।

কাতালানদেন গোলদাতা গ্রিজমানও ৮৩ মিনিটে হলুদ কার্ড দেখেন। শেষদিকে এসে লাল কার্ড দেখতে হয় বার্সার মিডফিল্ডার আর্থুরো ভিদালকে।
৩ মার্চ চিরপ্রতিদ্বন্দ্বি রিয়াল মাদ্রিদের বিপক্ষে লা লিগাতে নামার আগে এই ড্র বলতে গেলে বড় ধাক্কা। আগামী ১৯ মার্চ ফিরতি লেগে ঘরের মাঠ ন্যু ক্যাম্পে নেপোলির মুখোমুখি হবে বার্সা।
ওয়াই/পি

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইতালিয়ান ফুটবল সাম্রাজ্যে ইন্টার মিলান
আজ থেকে ইতালির ওয়ার্ক পারমিট ভিসার অ্যাপয়েন্টমেন্ট শুরু
জোড়া গোল ও অ্যাসিস্টে মায়ামিকে জেতালেন মেসি
লোয়ার মিডলের ব্যর্থতায় বৃথা গেল ম্যাগার্ক ঝড়, দিল্লির বড় হার
X
Fresh