• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

পার্থে বড় লক্ষ্য পেল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৪ ফেব্রুয়ারি ২০২০, ১৮:৩৭
দ্বিতীয় জুটিতে জেমিমা রদ্রিগেজ ও শাফালি ভার্মার জুটিতে আসে ৩৭ রান। ভয়ঙ্কর হয়ে ওঠা ভার্মাকে ফেরান পান্না ঘোষ। ভার্মা করেন ১৭ বলে ৩৯ রান।
ছবি- সংগৃহীত

পার্থের ওয়াকা গ্রাউন্ডে চতুর্থ বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে নেমেছে বাংলাদেশ নারী দল। টুর্নামেন্টে গ্রুপ পর্বে বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ শক্তিশালী ভারত।

সোমবার বাংলাদেশ টস জিতে সিদ্ধান্ত নেয় বোলিংয়ের। ভারতের শক্ত ব্যাটিং লাইন-আপের সামনে শুরুটা হয় দুর্দান্ত। ইনিংসের দ্বিতীয় ওভারের শেষ বলে দলীয় ১৬ রানের মাথায় ওপেনার তানিয়া ভাটিয়াকে মাত্র ২ রানে ফেরান সালমা খাতুন।

দ্বিতীয় জুটিতে জেমিমা রদ্রিগেজ ও শাফালি বর্মর জুটিতে আসে ৩৭ রান। ভয়ঙ্কর হয়ে ওঠা ভার্মাকে ফেরান পান্না ঘোষ। ভার্মা করেন ১৭ বলে ৩৯ রান।

এরপর আর কোনও জুটিই লম্বা করতে পারেনি ভারতীয় ব্যাটাররা। অধিনায়ক হারমানপ্রিত কাউরকে ৮ রানে ফেরান পান্না ঘোষ।

ভুল বোঝাবুঝিতে রান আউটের শিকার হোন রদ্রিগেজ। তার ব্যাটে আসে ৩৪ রান। শেষদিকে রিচা ঘোষের ১৪ ও ভেদা কৃষ্ণমুর্তির অপরাজিত ২০ রানে ভর করে ২০ ওভারে ৬ উইকেটে ১৪২ রান তুলে ভারত।

বাংলাদেশের পক্ষে সমান ২টি করে উইকেট নেন সালমা খাতুন ও পান্না ঘোষ।

এমআর/ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
২০২৬ বিশ্বকাপে জার্মানির কোচ নাগেলসমান
বিশ্বকাপে ওপেনিংয়ে রোহিতের সঙ্গী কোহলি!
যুক্তরাষ্ট্র ক্রিকেটের দায়িত্বে বাংলাদেশের বিশ্বকাপজয়ী সাবেক কোচ
বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত, বিমানের টিকিট পাচ্ছেন যারা 
X
Fresh