• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

ভারতের শক্তি নিয়ে ভাবছে না বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৩ ফেব্রুয়ারি ২০২০, ১৯:৪৪
india v Bangladesh
ছবি- সংগৃহীত

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচে প্রতিপক্ষ ভারত। সোমবার বাংলাদেশ সময় বিকেল পাঁচটায় মুখোমুখি হচ্ছে দল দুটি। তার আগে টাইগ্রেস অধিনায়ক সালমা খাতুন জানিয়েছেন ভারতের শক্তি নয় ম্যাচ নিয়ে ভাবছে তার দল।

রোববার পার্থে অনুশীলন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিয়েছেন বাংলাদেশের দলপতি।

কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে চলতি মাসের শুরুর দিকে ঢাকা ত্যাগ করে নারী দল। ব্রিসবেনে অনুশীলন ক্যাম্প করে বাংলাদেশ নারী দল।

‘অস্ট্রেলিয়ায় আগেই চলে এসেছি। যাতে প্রস্তুতিটা ভালো হয়। প্রথমবারের মতো এখানে আসতে পেরে ভালো লাগছে। দলের মেয়েরা সবাই বিশ্বকাপ খেলার জন্য মুখিয়ে আছে।’

আগে থেকে ক্যাম্প করলেও আবাহাওয়ার কারণে বিড়ম্বনায় পড়তে হয় লাল-সবুজদের।

সালমা বলেন, ‘আগে আসলেও বৃষ্টির কারণে প্রস্তুতিটা তেমনটা ভালো হয়নি। তবে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে সক্ষম হয়েছি।

থাইল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচটা বৃষ্টিতে ভেসে যায়। তবে পাকিস্তানের বিপক্ষে মাঠে নেমে জয় তুলে নেয় সালমার দল।

‘বৃষ্টির কারণে একটি প্রস্তুতি ম্যাচ খেলতে পারিনি। মূল পর্ব শুরুর আগে পাকিস্তানের বিপক্ষে জয়টা দলকে বেশ আত্মবিশ্বাস যোগাচ্ছে।’

এবারের আসরের উদ্বোধনী ম্যাচে অস্ট্রেলিয়াকে হারিয়ে নিজেদের শক্তির জানান দিয়েছে ভারতীয়রা। সেগুলো নিয়ে না ভেবে নিজেদের সেরাটা দিয়ে জয় তুলতে চান সালমা।

‘অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের ম্যাচটা দেখেছি। কে কী করেছে সেটা নিয়ে ভাবছি না। আমরা ম্যাচ বাই ম্যাচ পরিকল্পনা করে এগুতে চাই। আমরা আমাদের লক্ষ্য ঠিক রাখতে চাই।’ যোগ করেন অধিনায়ক।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিশ্বকাপে ওপেনিংয়ে রোহিতের সঙ্গী কোহলি!
যুক্তরাষ্ট্র ক্রিকেটের দায়িত্বে বাংলাদেশের বিশ্বকাপজয়ী সাবেক কোচ
বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত, বিমানের টিকিট পাচ্ছেন যারা 
বিশ্বকাপের ভাবনা থেকে বাদ পড়লেন যে দুই ওপেনার!
X
Fresh