• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

এক হালি গোল দিয়ে মেসির জবাব

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ২২ ফেব্রুয়ারি ২০২০, ২২:৫৭
MESSI
লিওনেল মেসি

স্প্যানিশ লা লিগায় টানা চার ম্যাচে ছিলেন গোলহীন। বল জালে না জড়াতে পারায় নানা ধরনের সমালোচনায় পড়তে হচ্ছিল বার্সেলোনার সবচেয়ে বড় তারকা লিওনেল মেসিকে। এইবারের বিপক্ষে জবাব দিলেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। ন্যু ক্যাম্পে একাই চার গোল করেছেন বার্সা অধিনায়ক। দল জয় পেয়েছে ৫-০ গোলে।

শনিবার ঘরের মাঠে ২৬ মিনিটের ব্যবধানে তুলে নিয়েছেন হ্যাটট্রিক। প্রথম গোলটি এসেছে ১৪ মিনিটের মাথায়। ক্রোয়েট মিডফিল্ডার ইভান রাকিটিচের বাড়ানো বলে গোল করে দলকে এগিয়ে দেন মেসি।

আর্থুরো ভিদালের দেয়া বল কাজে লাগিয়ে ৩৭তম মিনিটে দ্বিতীয় গোলটি আদায় করেন ছয়বারের ব্যালন ডি’অর জয়ী এই ফরোয়ার্ড।

৩২ বছর বয়সী মেসি বিরতিতে যাবার পাঁচ মিনিট আগে একক নৈপুণ্যে তৃতীয় গোলটি তুলে হ্যাটট্রিক পূর্ণ করে নেন।

দ্বিতীয়ার্ধেও স্বাগতিকদের আক্রমণ ভাগকে ঠেকাতে ব্যস্ত সময় পার করে এইবারের রক্ষণ ভাগ।

ম্যাচের একেবারে শেষ প্রান্তে এসে আরও দুটি গোল পায় কাতালানরা। ৮৭ মিনিটে ড্যানিশ উইঙ্গার মার্টিন ব্র্যাথওয়েটের দেয়া পাস কাজে লাগান মেসি। এতে দলের ও নিজের চতুর্থ গোলটি তুলে নেন তিনি।

৮৯ মিনিটে অভিষিক্ত ব্র্যাথওয়েট শট নিলে এইবারের সার্বিয়ান গোলরক্ষক মার্কো ডিমিটরোভিক ঠেকিয়ে দিলে ব্রাজিলিয়ান মিডফিল্ডার আর্থার ঠিকই গোল করে দলের বড় জয়ে অবদান রাখেন।

এই জয়ে লা লিগার শীর্ষ স্থান দখল করলো সিতেয়েনের শিষ্যরা। আগামী বুধবার নেপোলির বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলর ম্যাচে নামার আগে দারুণ আত্মবিশ্বাস জোগাবে স্প্যানিশ চ্যাম্পিয়নদের।

ওয়াই/পি

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হাসপাতালে ভর্তি আর্জেন্টাইন ফরোয়ার্ড তেভেজ
‘অন্যায়ের শিকার হয়েছে বার্সেলোনা’
ম্যাচ হেরে রেফারিকে কাঠগড়ায় তুললেন জাভি
ঘটনাবহুল ম্যাচে বার্সাকে কাঁদিয়ে সেমিতে পিএসজি
X
Fresh