logo
  • ঢাকা শনিবার, ০৪ এপ্রিল ২০২০, ২১ চৈত্র ১৪২৬

করোনা আপডেট

  •     গত ২৪ ঘণ্টায় দেশে ২ জনের মৃত্যু, শনাক্ত ৯ এর মধ্যে রয়েছে দুই শিশু, সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৩০ জন: আইইডিসিআর। যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা সাড়ে ৫ হাজার ছাড়িয়েছে। সবচেয়ে বিপর্যস্ত নিউইয়র্কেই গত ২৪ ঘণ্টায় ৫৬২ জন মারা গেছেন, মোট মৃত্যু ২৩৭৩: গভর্নর অ্যান্ড্রু কুমো। ভারতে মোট ৬২ জনের মৃত্যু, মোট আক্রান্তের সংখ্যা ২৫৪৭ জন। ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত ৪৭৮ জন, তবে চিকিৎসায় সুস্থ হয়ে ওঠার সংখ্যাও বাড়ছে ভারতে। শুক্রবার পর্যন্ত বিশ্বে মারা গেছেন ৫৯ হাজার ১৩১ জন। দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৫ জন আক্রান্ত, মৃত্যু নেই।

সড়ক দুর্ঘটনায় জাতীয় হ্যান্ডবল দলের গোলরক্ষক সোহান নিহত

কুষ্টিয়া প্রতিনিধি, আরটিভি অনলাইন
|  ২১ ফেব্রুয়ারি ২০২০, ১৮:০৩ | আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২০, ২১:৫৬
সড়ক দুর্ঘটনায় জাতীয় হ্যান্ডবল দলের গোলরক্ষক সোহান নিহত
সোহানুর রহমান। ফাইল ছবি

কুষ্টিয়ার দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় জাতীয় হ্যান্ডবল দলের গোলরক্ষক সোহানুর রহমান ও তার চাচাতো ভাই জয় নিহত হয়েছেন।

শুক্রবার দুপুরে মোটরসাইকেল যোগে কুষ্টিয়া যাওয়ার সময় উপজেলার হোসেনাবাদ এলাকায় নসিমনের সঙ্গে সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ দুপুর ১২টার দিকে সোহান ও তার চাচাত ভাই জয় মোটরসাইকেল যোগে কুষ্টিয়া যাচ্ছিলেন। এ সময় উপজেলার হোসেনাবাদ এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি নসিমনের সঙ্গে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক জয় মারা যান।  গুরুতর আহত হন জাতীয় হ্যান্ডবল দলের গোলরক্ষক সোহানুর রহমান। 

পরে তাকে উদ্ধার করে প্রথমে দৌলতপুর হাসপাতাল ও পরে কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে থেকে ঢাকা নেয়ার পথে সোহান মারা যান।

কুষ্টিয়া মডেল থানার এসআই মো. আমান উল্লাহ এসব তথ্য নিশ্চিত করেছেন।

এজে/পি

corona
দেশ আক্রান্ত সুস্থ মৃত
বাংলাদেশ ৭০ ৩০
বিশ্ব ১১২৩০২৪ ২২৮০০৬ ৫৯১৪০
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • খেলা এর সর্বশেষ
  • খেলা এর পাঠক প্রিয়