• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

‘বঙ্গবন্ধু শহীদ স্মৃতি হকি ২০২০’ এর চ্যাম্পিয়ন নৌবাহিনী

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ২০ ফেব্রুয়ারি ২০২০, ১৫:৫৬
Bangladesh Hockey
ছবি- বাংলাদেশে হকি ফেডারেশন (বাহফে)

‘বঙ্গবন্ধু শহীদ স্মৃতি হকি ২০২০’ টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ নৌবাহিনী। বৃহস্পতিবার ফাইনালে বাংলাদেশ সেনাবাহিনীকে ৬-৩ গোলে হারায় জিমি-চয়ন-কৌশিকরা।

ওয়ালটনের পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশে হকি ফেডারেশনের (বাহফে) ব্যবস্থাপনায় টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছেন নৌবাহিনীর মইনুল ইসলাম কৌশিক আর ৬ গোল নিয়ে শীর্ষ গোলদাতা হয়েছেন মাহবুব হোসেন।

মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে ফাইনাল শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক এফএম ইকবাল বিন আনোয়ার ডন।

এসময় উপস্থিত ছিলেন টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান ও বাহফের সহ সভাপতি জাকি আহমেদ রিপন। বাহফের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ, যুগ্ম সম্পাদক কামরুল ইসলাম কিসমত, নির্বাহী সদস্য ও টুর্নামেন্ট কমিটির সম্পাদক বদরুল ইসলাম দিপু, নির্বাহী সদস্য ফয়সাল আহসানউল্লাহ, জামিল আব্দুন নাসের, এটিএন বাংলার উপদেষ্টা মীর মোতাহার হোসেন ও বাহফের সভাপতির প্রতিনিধি উইং কমান্ডার মোহাম্মদ রফিকুর রহমান।

ফাইনাল ম্যাচের ফল

বাংলাদেশ নৌবাহিনী ৬-৩ বাংলাদেশ সেনাবাহিনী

নৌবাহিনী স্কোরার ও সময়

আশরাফুল ইসলাম ৭’ (পিসি), ৫৪’ (পিসি)
মাহবুব হোসেন ১২’(ফিল্ড)
রাসেল মাহমুদ জিমি ৩৩’(ফিল্ড)
মইনুল ইসলাম কৌশিক ৩৬’ (ফিল্ড)
আবেদ উদ্দিন ৪৪’ (পিসি)

সেনাবাহিনী স্কোরার ও সময়

মনোজ বাবু ১৯’ (ফিল্ড)
মিলন হোসেন ৪৮’ (ফিল্ড)
নাঈম উদ্দিন ৫৯’ (ফিল্ড)

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘ক্রীড়ামন্ত্রী হস্তক্ষেপ না করলে হকির মৃত্যু ঘটবে’
হকি ফেডারেশনের সহসভাপতি ইউসুফ আর নেই
X
Fresh