• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

নিষিদ্ধ হলেন উমর

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ২০ ফেব্রুয়ারি ২০২০, ১২:৪৫
umar akmal
উমর আকমল || ছবি- সংগৃহীত

পাকিস্তান সুপার লিগ (পিএসএল) শুরু হচ্ছে বৃহস্পতিবার। এবারের টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার কথা কোয়েটা গ্লাডিয়েটর্সের। তার আগে বড় ধরনের ধাক্কা খেতে হলে দলটিকে। গ্লাডিয়েটর্সদের উইকেটরক্ষক-ব্যাটসম্যান উমর আকমলকে নিষিদ্ধ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

বিবৃতির মাধ্যমে পিসিবি জানিয়েছে, উমরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে। এই তদন্ত শেষ না হওয়া পর্যন্ত পিএসএলসহ সব ধরনের ক্রিকেট থেকে তাকে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।

পাকিস্তান সুপার লিগের বর্তমান চ্যাম্পিয়ন কোয়েটা কর্তৃপক্ষকে উমরের বদলে নতুন কাউকে খোঁজার জন্য নির্দেশও দেয়া হয়েছে ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে।

২৯ বছর বয়সী উমরের বিপক্ষে পিসিবির দুর্নীতি দমন কোডের ৪.৭.১ ধারা অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করলেও তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনও অভিযোগ এখনও প্রকাশ করা হয়নি।

২০০৯ সাল থেকে পাকিস্তানের জার্সি ১৬ টেস্ট, ১২১ ওয়ানডে ও ৮৪ টি-টোয়েন্টিতে অংশ নিয়েছেন উমর আকমল। তিন ফরম্যাটে ৫ হাজার ৮৮৭ রান রয়েছে নামের সঙ্গে। সবশেষ ২০১৯ সালে অক্টোবরে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে খেলেছিলেন তিনি।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাড়ে তিন বছর পর দলে ফিরে যা বললেন আমির
অবশেষে নতুন কোচ পেলো পাকিস্তান
শাহিনের হুঙ্কার ‘আমার ধৈর্যের পরীক্ষা নেবেন না’   
শাহিন আফ্রিদিকে নিয়ে পিসিবির মিথ্যাচার
X
Fresh