• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

‘আকবরদের কোচ হিসেবে আমিও বিশ্বকাপজয়ী’

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৮ ফেব্রুয়ারি ২০২০, ১৪:৪৯
under 19 world cup champion 2020 Bangladesh,

বিশ্বকাপ জয়ী দেশের তালিকায় বাংলাদেশও এখন একটি। বড়দের হাত ধরে না হোক, উনিশ বছর বয়সী আকবর-শরিফুলদের হাত ধরে এসেছে বিশ্বকাপ। এই শিরোপা নিয়ে ঘরে ফেরা এই দলের সদস্যদের সাতজনই উঠে এসেছেন বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) থেকে। এদেরই গুরু মাসুদ হাসান। যিনি বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানেরও কোচ ছিলেন বিকেএসপিতে। সেই মাসুদ হাসানের সঙ্গে কথা বলে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব থেকে বিশ্বকাপ জয়ী অধিনায়ক আকবরদের স্মৃতি ও ত্যাগের কথা শুনেছেন মেহেদী হাসান রূপক

আরটিভি অনলাইন: বিশ্বকাপ জয়ী ছাত্রদের এখানে দেখে কেমন লাগছে?

মাসুদ হাসান: এটা তো আসলে বলার অপেক্ষা রাখে না। সবাই আনন্দিত। যে উদ্দেশ্যে আমি একটা কাজ করলাম সেটা এখন মাঠে গড়াচ্ছে, সবাই দেখতে পারছে। আসলে নিজের কাজের মূল্যায়নও নিজে করতে পারছি।

আরটিভি অনলাইন: বিশ্বকাপজয়ী দলের সাতজনই বিকেএসপির ছাত্র। এখান থেকেই তারা বিশ্বকাপ খেলতে গিয়েছিল। আজ আবারও তারা এখানে খেলতে এসেছে। এবারের আসার মধ্যে তফাৎ খুঁজে পান কিনা।