logo
  • ঢাকা বুধবার, ০১ এপ্রিল ২০২০, ১৮ চৈত্র ১৪২৬

করোনা আপডেট

  •     স্পেনে গত ২৪ ঘণ্টায় মৃত্যু ৮৪৯ জন, মোট মৃত্যু ৮১৮৯ জন, আক্রান্ত ৯৪৪১৭ জন: এএফপি। সৌদিতে গত ২৪ ঘণ্টায় আরো ১১০ আক্রান্ত, মোট আক্রান্তের সংখ্যা ১৫৬৩ জন: সৌদি গেজেট। এই প্রথম কাতারে এক বাংলাদেশির মৃত্যু: কাতার স্বাস্থ্য মন্ত্রণালয়। গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে নতুন আক্রান্ত ২, মোট আক্রান্ত ৫১ জন, সুস্থ ৬ জন: আইইডিসিআর। যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় মৃত্যু ৫৬৫, আক্রান্ত ১৯৯৮৮, মোট মৃত্যু ৩০৪০, আক্রান্ত এক লাখ ৬৪২৭৪ জন, এর মধ্যে সবচেয়ে বেশি ২৭৯ জনের মৃত্যু হয়েছে নিউইয়র্ক সিটিতে। গত ২৪ ঘণ্টায় স্পেনে মৃত্যু ৯১৩, জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ৫২৩১ জন, আক্রান্ত ৭৮৪৬, সবচেয়ে বেশি মৃত্যু ইতালিতে ১১ হাজার ৫৯১, তারপর স্পেনে ৭৭১৬, ফ্রান্স ৩১৮৬: জনস হপকিন্স ইউনিভার্সিটি।

আরও পাঁচ বছর খেলতে পারবেন মেসি, আশা পুয়োলের

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন
|  ১৭ ফেব্রুয়ারি ২০২০, ১৯:০৫ | আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২০, ২০:৪১
messi
কার্লেস পুয়োল ও লিওনেল মেসি
দীর্ঘদিন প্রতিপক্ষের রক্ষণভাগের ঘুম হারাম করে আসছেন লিওনেল মেসি। আরও পাঁচ মৌসুম মাঠে নিজের নিয়ন্ত্রণ ধরে রাখার ক্ষমতা রয়েছে বার্সেলোনার মহাতারকার, এমনটাই মনে করেন সাবেক সতীর্থ কার্লেস পুয়োল।  

কিশোর বয়সে কাতালানদের জার্সিতে খেলতে নেমেছিলেন মেসি। দিনের পর দিন নিজেকে নিয়ে গেছেন ফুটবলের সর্বোচ্চ শিখরে। এখন বয়স ৩২ বছর। ৭০০ গোলের রেকর্ড স্পর্শ করেছেন আগেই। পাশাপাশি আর্জেন্টিনার জাতীয় দলের সর্বোচ্চ গোলদাতা এখন তিনি।

গেল চার ম্যাচে বার্সার হয়ে কোনও গোল করতে সক্ষম হননি। এতেই আশেপাশে সমালোচনা শুরু। যদিও এই ম্যাচগুলোতে ছয়টি গোল করিয়েছেন তিনি। চলতি মৌসুমে ১২টি গোল এসেছে তার দেয়া পাস থেকেই। ২০১০-১১ এবং ২০১৪-১৫ মৌসুমে ১৮টি গোল করিয়েছিলেন মেসি। চলতি মৌসুমে অপেক্ষায় রয়েছেন নিজেকে ছাড়িয়ে যাবার।

যারা মেসিকে নিয়ে সমালোচনা শুরু করেছেন তাদের বুড়ো আঙুল দেখালেন বার্সার ইতিহাসের অন্যতম সেরা অধিনায়ক পুয়োল।

স্প্যানিশ গণমাধ্যম মার্কাকে দেয়া এক সাক্ষাতকারে দেশটির হয়ে বিশ্বকাপ জয়ী এই রাইটব্যাকের বলেন, ‘মেসির বয়স ৩২। যেভাবে নিজের খেয়াল রেখে খেলেছেন, নিশ্চই ৩৮ বছর বয়স পর্যন্ত খেলা চালিয়ে যেতে পারবেন।’

কয়েকদিন ধরেই গুঞ্জন চলছে বার্সলোনাকে বিদায় জানাতে চলেছেন মেসি। তবে পুয়োল বিশ্বাস করেন লা লিগাতেই ক্যারিয়ার শেষ করবেন তিনি।

মেসির সঙ্গে বার্সার হয়ে তিনবার চ্যাম্পিয়নস লিগ যেতা এই তারকা বলেন, ‘আমরা কেনো মেসি বিহীন বার্সা নিয়ে ভাবছি? তিনি এখনও এখানেই রয়েছেন। আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে, দলগত ভাবে তার জন্য বেশি বেশি জয় তুলে নেয়া।’

ওয়াই

corona
দেশ আক্রান্ত সুস্থ মৃত
বাংলাদেশ ৫১ ১৯
বিশ্ব ৮২৩৭৪৯ ১৭৪১১৫ ৪০৭০৮
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • খেলা এর সর্বশেষ
  • খেলা এর পাঠক প্রিয়