• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

রিয়ালের ছন্দ পতন

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৭ ফেব্রুয়ারি ২০২০, ১২:১৩
real madrid
ছবি- সংগৃহীত

দারুণ গতিতে উড়তে থাকা রিয়াল মাদ্রিদের আবারও ছন্দে পতন। টানা পাঁচ ম্যাচ জয়ের পর ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে হোঁচট খেয়েছে জিনেদিন জিদানের দল। ২-২ গোলে ড্র করেছে অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ সেল্টা ভিগোর সঙ্গে।

রোববার খেলার ৭ মিনিটে ফয়োডর স্মলভের গোলে এগিয়ে যায় সেল্টা ভিগো। তবে দ্বিতীয়ার্ধে দারুণভাবে ঘুরে দাঁড়ায় রিয়াল। ৬৫ মিনিটে সার্জিও রামোস আর ৭২ মিনিটে টনি ক্রুজের গোলে লিড নেয় স্প্যানিশ জায়ান্টরা।

লিড পেয়েও জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি স্বাগতিকরা। খেলার শেষ দিকে সান্তি মিনার গোলে ম্যাচ ড্র করে পয়েন্টে ভাগ বসায় সেল্টা ভিগো।

২৪ ম্যাচ শেষে ৫৩ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে রিয়াল মাদ্রিদ। সমান ম্যাচে এক পয়েন্ট কমে দ্বিতীয় স্থানে বার্সেলোনা।