logo
  • ঢাকা শুক্রবার, ০৩ এপ্রিল ২০২০, ২০ চৈত্র ১৪২৬

করোনা আপডেট

  •     করোনাভাইরাসে আক্রান্ত হয়ে শুক্রবার পর্যন্ত বিশ্বে মারা গেছেন ৫৩ হাজার ১৯৫ জন। ভারতে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৩৫ জন, মোট আক্রান্ত ২০৬৯ জন, মৃত্যু ৫৩ জন। পাকিস্তানে মোট আক্রান্ত ২,৩৫৫ জন, মৃত্যু ৩২ জন

বিশ্বকাপ জয়ী ছয় সদস্য নিয়ে প্রস্তুতি ম্যাচের দল

আরটিভি অনলাইন রিপোর্ট
|  ১৬ ফেব্রুয়ারি ২০২০, ১৭:৪৭ | আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২০, ১৮:০২
বিশ্বকাপ জয়ী ছয় সদস্য নিয়ে প্রস্তুতি ম্যাচের দল
ছবি- সংগৃহীত
ইংল্যান্ড বিশ্বকাপের পর ঘরের মাঠে আফগানিস্তানের সঙ্গে একমাত্র টেস্ট, এরপর সেপ্টেম্বরে জিম্বাবুয়ে ও আফগানিস্তানকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলে বাংলাদেশ। এরপর দেশের বাইরেই ছিল সব খেলা।

লম্বা সময় পর ঘরের মাঠে আবারও নামতে যাচ্ছে বাংলাদেশ দল। জিম্বাবুয়ে বাংলাদেশে এসেছে পূর্ণাঙ্গ সফরে।

আগামী ২২ ফেব্রুয়ারি থেকে শুরু হবে সফরের একমাত্র টেস্ট ম্যাচটি। তার আগে বিকেএসপিতে রয়েছে দুই দিনের একটি প্রস্তুতি ম্যাচ। দুই দিনের এই প্রস্তুতি ম্যাচের জন্য ঘোষণা হয়েছে ১৩ সদস্যের দল। যেখানে জায়গা হয়েছে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলে আসা ছয় জনের।

গতকাল জাতীয় দলের নির্বাচক হাবিবুল বাশার বলেন, অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপ খেলা কয়েকজনকে রাখছি এই দলে। এর কারণ, বেশিরভাগ ক্রিকেটার ব্যস্ত বিসিএলে। যেহেতু সবাই খেলার মধ্যে আছে তাই দুদিনের জন্য কাউকে ডাকিনী। ম্যাচটা যেহেতু প্রস্তুতির। ওদেরও আমরা একটু দেখতে পারি। এদের মধ্যে শরিফুল 'এ' দলেও ছিল।

অনূর্ধ্ব-১৯ দলের ছয় সদস্য ছাড়াও রয়েছেন জাতীয় দলের নিয়মিত মুখ নাঈম শেখ ও আমিনুল ইসলাম বিপ্লব। জায়গা হয়েছে বিপিএলে গতির ঝড় উঠানো মুকিদুল ইসলাম মুগ্ধর। আছেন লেগ স্পিনার রিশাদ হোসেন।

প্রস্তুতি ম্যাচের দল: নাঈম শেখ, পারভেজ হোসেন ইমন, মাহমুদুল হাসান জয়, আকবর আলী, আল আমিন (জুনিয়র), ফারদীন আনি, শরিফুল ইসলাম, সুমন খান, মুকিদুল ইসলাম মুগ্ধ, আমিনুল ইসলাম বিপ্লব, রিশাদ আহমেদ, শাহাদাত হোসেন, তানজিদ হাসান তামিম।

এমআর/ এমকে

corona
দেশ আক্রান্ত সুস্থ মৃত
বাংলাদেশ ৫৬ ২৬
বিশ্ব ১০১১৪৯০ ২১০১৮৬ ৫২৮৬৩
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • খেলা এর সর্বশেষ
  • খেলা এর পাঠক প্রিয়