• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

জনসমুদ্র মিরপুর, সংবর্ধনা দেবে মাঠে

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১২ ফেব্রুয়ারি ২০২০, ১৯:১৫
জনসমুদ্র মিরপুর, সংবর্ধনা দেবে মাঠে
স্টেডিয়ামে হাজারো মানুষ

ওরা বিশ্বকাপ জিতে এসেছে, দেশের ক্রিকেটের সবচেয়ে বড় অর্জন নিয়ে এসেছে আকবর আলীরা।

দুইদিনের অপেক্ষা শেষে বিশ্বকাপজয়ী দল আজ দেশে ফিরেছে। বাংলাদেশ সময় বিকেল ৪টা ৫৫ মিনিটে শাহাজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পৌঁছায় অনুর্ধ্ব-১৯ দলের সদস্যরা।

এরপর টিম বাসে করে নিয়ে আসা হয় মিরপুরের হোম অব ক্রিকেটে। বিমানবন্দর থেকে স্টেডিয়াম, রাস্তাজুড়ে যেন মানুষের সমুদ্র। মাঠের বাইরে অপেক্ষারত সমর্থকেরা হুমড়ি খেয়ে চলে এসেছে গ্যালারিতে।

আকবর আলীদের লালগালিচায় প্রবেশ করানো হয় মাঠে। মাঠেই কাটা হবে কেক। এরপর শুরু হবে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন। থাকবেন দলের সদস্যরা।

এর আগে বিমানবন্দরে সংবর্ধনা শেষে ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, বাংলার দামাল ছেলেরা আমাদের যে সাফল্য এনে দিয়েছে সে আনন্দ ভাষায় প্রকাশ করা যায় না। তাদের আবারও অভিনন্দন জানাচ্ছি। তাদের যদি নিবিড় পরিচর্যায় রাখা যায় তাহলে এর ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, বিশ্বকাপ দলের ৮ জন খেলোয়াড়ই বিকেএসপির। তাদের সঠিক পরিচর্যা করা হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিদেশ থেকে কোচ এনে উন্নত ও দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ দেয়ায় আজ এ সাফল্য এসেছে। আমরা এ সাফল্যের ধারাবাহিকতা রক্ষা করতে চাই।

এমআর/এমকে

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের লক্ষ্য নিয়ে যা বললেন সাকিব
জিম্বাবুয়ে সিরিজে খেলা নিয়ে যা জানালেন সাকিব
গতিমানব থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপে উসাইন বোল্ট
বিশ্বকাপে ফিরবেন কি না, জানালেন নারিন
X
Fresh