• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

মিরপুরে বিশ্বকাপজয়ী দলকে বরণ করে নিল হাজারো মানুষ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১২ ফেব্রুয়ারি ২০২০, ১৮:৫০
ফুলের মালার
ফুলের মালা দিয়ে বরণ করা হয়

যুব বিশ্বকাপজয়ী বাংলাদেশ দলকে বরণ করে নিতে সব প্রস্তুতি সম্পন্ন করে রেখেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। মিরপুরের হোম অব ক্রিকেটে ঝুলানো হয়েছে আকবর আলীদের ছবি সম্বলিত ব্যানার।

শুধু বিসিবি না, অপেক্ষায় ছিল পুরো দেশের মানুষ। আগেই জানা গিয়েছিল, বিকেল নাগাদ দেশের মাটিতে পা রাখবে বাংলাদেশ যুব দল। সেই খবর পেয়ে আগে থেকেই স্টেডিয়াম পাড়ায় জড় হতে শুরু করে সাধারণ মানুষ।

কারও হাতে পোস্টার, কারো হাতে ঢোল। টাইগারদের পরিচিত সমর্থক আকবর আলীতো নিজের চুলে হেয়ারস্টাইলে করেছেন মানচিত্রের আকারে। এসবই জুনিয়র টাইগারদের বরণ করার জন্য।

সেই অপেক্ষার পালা শেষ হয় বিকেল পৌনে পাঁচটায়। দেশের মাটিতে পা রাখে আকবর আলীর দল। প্রথমে তাদের বরণ করা হয় ফুলের মালার মাধ্যমে। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে যুব দল এখন মিরপুরের হোম অব ক্রিকেট মাঠে। সেখানে হাজারো সমর্থক বরণ করে দেয় বিশ্বকাপজয়ী দলকে।

এমআর/ এমকে

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh