• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

নিউজিল্যান্ড হোয়াইটওয়াশের শোধ নিলো হোয়াইটওয়াশে

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ১১ ফেব্রুয়ারি ২০২০, ১৭:৪৪
কিউইরা হোয়াইটওয়াশের শোধ নিলো হোয়াইটওয়াশে
ম্যাচ সেরা হ্যানরি নিকোলস

ভারতের দীর্ঘ একত্রিশ বছরের রেকর্ড ভাঙল নিউজিল্যান্ড। ১৯৮৮-৮৯ মৌসুমে ক্যারিবীয়দের কাছে পাঁচ ম্যাচের সিরিজে ৫-০ ব্যবধানে সিরিজ হারে সফরকারী ভারত।

এরপর ২০০৬ সালে দক্ষিণ আফ্রিকা সফরে পাঁচ ম্যাচের সিরিজে এক ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যাওয়ায় ৪-০ ব্যবধানে সিরিজ হারে ভারর।

২০১৪ সালে নিউজিল্যান্ড সফরে পাঁচ ম্যাচের সিরিজে এক ম্যাচ টাই হওয়ায় ৪-০ ব্যবধানে হারে ভারত। এবার আর টাই কিংবা বৃষ্টি নয়, তিন ম্যাচের সিরিজে তিনটিই হেরেছে বিরাট কোহলিরা।

এর আগে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে কিউইদের হোয়াইটওয়াশ করেছিল সফরকারী ভারত। সেই হোয়াইটওয়াশের বদলাটা হোয়াইটওয়াশ দিয়েই তুলল নিউজিল্যান্ড।

গত দুই ম্যাচে হেরে সিরিজ হারানো ভারত আজ তৃতীয় ম্যাচে মান বাঁচানোর লড়াইয়ে নেমেছিল বে ওভালে।

এই ম্যাচে স্বাগতিক দলের অধিনায়ক ক্যান উইলিয়ামসন টস জিতে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় ভারতকে। ব্যাট করতে নেমে ৭ উইকেটে ২৯৬ রান সংগ্রহ করে।

ভারতের শুরুটা ছিল দ্বিতীয় ওভারে ওপেনার মায়াঙ্ক আগরওয়ালের উইকেট হারিয়ে। তাকে ১ রানে ফেরান কাইল জেমিনসন। ভারতীয়রা বিরাটের উইকেট হারায় দলীয় ৩২ রানে। ৯ রান করে কোহলই শিকার হোন হামিশ বেনেটের বলে।

যদিও পৃথ্বী স্ব খেলেন ৪০ রানের ইনিংস। চার নম্বরে ব্যাট করতে নেমে ৬৩ বলে ৬২ রান করেন শ্রেয়াস আইয়ার। লোকেশ রাহুল খেলেন ১১৩ বলে ১১২ রানের ইনিংস। মানিষ পান্ডিয়ার ব্যাটে আসে ৪২ রান।

নিউজিল্যান্ডের পক্ষে বেনেট নেন ৪ উইকেট। ১টি করে উইকেট নেন জেমিনসন ও জেমি নিশাম।

২৯৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে কিউই দুই ওপেনার মার্টিন গাপটিল আর হ্যানরি নিকোলস গড়েন ১০৬ রানের জুটি। মূলত এই দুইজনের ব্যাটেই ম্যাচ থেকে ছিটকে যায় সফরকারীরা।

কিউইদের ওপেনিং জুটি ভাঙে ৬৬ রান করা গাপটিলের বিদায়ে। তাকে বোল্ড করে ফেরান যুজবেন্দ্র চাহাল।

ক্যান উইলিয়ামসনও ২২ রানে ফেরেন চাহালের বলে ক্যাচ দিয়ে। রস টেইলরও এদিন ১২ রানে ফেরেন সাজঘরে। ওপেনার হেনরি নিকোলস শেষ পর্যন্ত ৮০ রানের ইনিংস খেলে উইকেটের পেছনে ক্যাচ দেন শার্দুল ঠাকুরের বলে।

ছয় নম্বরে ব্যাট করতে আসা জেমি নিশাম ১৯ রান করে সাজঘরে ফিরলেও কলিন ডি গ্র্যান্ডওম ও টম ল্যাথামের ৮০ রানের জুটি ১৭ বল হাতে রেখে ৫ উইকেটের জয় নিশ্চিত করে কিউইরা।

ল্যাথাম ৩২ ও গ্র্যান্ডওম অপরাজিত থাকেন ২৮ বলে ৫৮ রানে। ৮০ রানের ইনিংস খেলে ম্যাচ সেরা হোন হ্যানরি নিকোলস।

এমআর/

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিএনপির ভারত বর্জন কর্মসূচির কারণ জানালেন নাছিম
ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে শুক্রবার
পেঁয়াজ রপ্তানিতে ভারতের নিষেধাজ্ঞার পরও কমেছে দাম
বিদেশি কোনো প্রভুর ইন্ধনে ভারত বিরোধিতা করছে বিএনপি : শেখ পরশ
X
Fresh