• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

অনুর্ধ্ব-১৯ দলের কোচদের চুক্তির মেয়াদ বাড়ছে

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১১ ফেব্রুয়ারি ২০২০, ১৫:২৮
অনুর্ধ্ব-১৯ দলের কোচদের চুক্তির মেয়াদ বাড়ছে
ফাইল ছবি

আকবর আলী-অভিষেক দাসদের হাত ধরে বিশ্বকাপ জিতেছে বাংলাদেশ। টাইগার ক্রিকেটে যুক্ত হয়েছে বিশ্বকাপ জেতার খেতাব।

দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিতব্য অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপে অপরাজিত বাংলাদেশ দল ফাইনালে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের হারায় ৩ উইকেটে।

তাই দলকে বরণ করার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে করা হচ্ছে অনেক আয়োজন।

কিন্তু এই বিশ্বকাপ জয়ের পেছনের নায়কদের কি হবে বিশ্বকাপ শেষে? তাদের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ানো হবে নাকি এখানেই শেষ।

তবে খুশির বিষয়, এখনই বিদায় দেয়া হচ্ছে না নাভিদ নেওয়াজ, রিচার্ড স্টয়নিয়রদের।

শ্রীলঙ্কান কোচ নাভিদ নেওয়াজ ছিলেন এই দলের হেড কোচে দায়িত্বে। ফিল্ডিং কোচ সাবেক ক্রিকেটার ফয়সাল হোসেন ডিকেন্স, বোলিং কোচ সাবেক টাইগার পেসার মাহবুব আলী জাকি আর ফিল্ডিং কোচ ইংল্যান্ডের রিচার্ড স্টয়নার।

বিসিবির সিদ্ধান্ত কি কোচদের নিয়ে এমন প্রশ্নে প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সুজন গণমাধ্যমকে বলেন, আসলে এই বিষয়গুলো আমরা আগেই চিন্তা করে রেখেছি। আমরা সম্ভবত তাদের সবার সঙ্গে চুক্তি কন্টিনিউ করবো। আমাদের বিদেশি যে এক্সপার্ট আছে তারা আমাদের সঙ্গেই থাকছেন।

আগামীকাল বৃহস্পতিবার বিকেল ৫ টায় দেশে এসে পৌঁছাবে বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দল।

এমআর/ এমকে

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh