• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

যুবাদের বরণ করতে প্রস্তুত বিসিবি

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১১ ফেব্রুয়ারি ২০২০, ১৪:০৯
যুবাদের বরণ করতে প্রস্তুত বিসিবি
ফাইল ছবি

দীর্ঘ পথ পাড়ি দিয়ে বিশ্বকাপ নিয়ে দেশে ফিরছে যুবারা। আগামীকাল বুধবার বিকেল ৪টা ৫০ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবে আকবর আলী-শরিফুলরা।

বিশ্বকাপ জয়ী দলকে বরণ করে নিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সেজেছে বর্ণিল সাজে। স্টেডিয়াম প্রাঙ্গণে টানানো হয়েছে যুবা দলের ক্রিকেটারদের ছবি সম্বলিত বিশাল ব্যানার।

ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন লেখা এই ব্যানারে দেখা যাচ্ছে ট্রফি হাতে আকবর আলীদের উল্লাসের মুহূর্ত।

বিমান বন্দরের দেয়া সংবর্ধনা। গতকাল বিসিবিতে এমনটাই জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

পাপন বলেন, অভ্যর্থনার ব্যাপারে আমরা যেটা করছি ১২ তারিখে তারা আসবে এখানে এই খেলোয়াড়দের মধ্যে অনেকেই কিন্তু বিরাট ত্যাগ স্বীকার করেছে। যেটা নাকি আমরা সচরাচর দেখি না। এরা অনেকেই ত্যাগ স্বীকার করেছে প্রচুর কষ্ট করেছে। যতটুকু বুঝতে পারছি তারা বাড়ি ফিরতে মুখিয়ে আছে। পরিবারের সঙ্গে দেখা করতে চায় যত দ্রুত সম্ভব। আমরা এয়ারপোর্টে যাব তাদেরকে রিসিভ করতে। আমরা বিশাল একটা কিছু করতে পারি সেদিন রিসিপশনের জন্য সেখানে।

এমআর/ এমকে

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিমানবন্দরে ডলার কারসাজি : ১৯ ব্যাংকারসহ ২১ জনের নামে মামলা
বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুকে ম্যানেজমেন্ট এফবিএস ক্লাবের সংবর্ধনা
ইউএস-বাংলা গ্রুপে নিয়োগ, কাজ বিমানবন্দরে 
আইসিসির নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেল শ্রীলঙ্কা
X
Fresh