• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

জুনিয়র টাইগারদের গণসংবর্ধনা দেয়া হবে : কাদের

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১০ ফেব্রুয়ারি ২০২০, ১৬:১০
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের

যুবাদের হাত ধরে বিশ্বকাপ জয়ের তালিকায় ঢুকে গেল বাংলাদেশ। আকবর আলীদের এই দলটাকে বাংলাদেশ মনে রাখবে আজীবন। এরপর হয়তো আরও বিশ্বকাপ জেতা হবে তবে প্রথম তো প্রথমই।

পচফস্ট্রমে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতকে হারিয়ে প্রথমবারের মতো অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের শিরোপা জেতা বাংলাদেশ আসবে ১২ ফেব্রুয়ারি, বুধবার সকালে। এদিন জমকালো আয়োজন না থাকলেও বিমানবন্দরে ছোট করে সংবর্ধনা দিবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

তবে বিশ্বকাপ জয়ী এই দলটাকে সংবর্ধনা দিবে বাংলাদেশ সরকার। আজ সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রীসভার এক বৈঠকে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান সড়ক, পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের বলেন, যুব দল দেশে ফেরার পর দিনক্ষণ চূড়ান্ত করা হবে। সোহরাওয়ার্দি উদ্যানে আয়োজন করা হবে গণসংবর্ধনার। আজ বিসিবি সভাপতিও নিশ্চিত করেন, বাংলাদেশ সরকার আকবর আলীদের সংবর্ধনা দেয়ার ব্যাপারে।

এর আগে ২০১৫ সালে বাংলাদেশ জাতীয় দল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে খেলে আসার পর জাতীয় সংসদ ভবনের সামনে গণসংবর্ধনার আয়োজন করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

এমআর/এসএস

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh