• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

আমি ওদের পরিবারের একজন: রিচার্ড স্টোনিয়ের

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ১০ ফেব্রুয়ারি ২০২০, ১১:২৭
আমি ওদের পরিবারের একজন: রিচার্ড স্টোনিয়ের
রিচার্ড স্টোনিয়ের

গোটা বিশ্বকাপ জুড়ে দুর্দান্ত পারফর্ম করেছে বাংলাদেশের যুবারা। তার ফল, ভারতকে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপ জয় বাংলাদেশের। ব্যাটে- বলে, ফিল্ডিংয়ে উজ্জীবিত বাংলাদেশ দলের ফিল্ডিংটাও ছিল দেখার মতো। ফাইনালের শরীরী ভাষাতেই তা স্পষ্ট। এর পেছনের কারিগর ছিলেন দলের স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ রিচার্ড স্টোনিয়ে।

আসরের শুরু থেকেই ম্যাচ চলাকালীন সময়ে স্টোনিয়েরকে দেখা গেছে বাউন্ডারি লাইনে দাঁড়িয়ে বাংলা ভাষায় সাহস জোগাতে। ফাইনাল ম্যাচ শেষেও মিশে গিয়েছেন বাংলাদেশি দর্শকদের সঙ্গে।

ম্যাচ শেষে আইসিসিতে দেয়া সাক্ষাতকারে স্টোনিয়ের জানান, এদেশের ছেলেরা কোচিং স্টাফদের স্যার বলে সম্বোধন করে। তবে আমাকে ওরা ‘ভাই’ বলে ডাকে। এভাবেই আপন করে নিয়েছে আমায়। আমাকে ওদের পরিবারের অংশ বানিয়ে নিয়েছে।

স্টোনিয়ের আরও বলেন, গত এক বছরে ওরা যে আত্মত্যাগ করেছে তার ফল পেয়েছে। এই ট্রফিটা ওদের এটা প্রাপ্য। আমি ওদের মাঝে উদ্দীপনা তৈরি করার চেষ্টা করেছি। দেখানোর চেষ্টা করেছি, ওরা ওদের সেরাটা কিভাবে দেখাতে পারে।

এমআর/পি

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh