• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

বাংলাদেশের আধিপত্য

মোমিন রোহন

  ৩০ জানুয়ারি ২০১৭, ২১:৪৬

ইসলামিক সলিডারিটি আন্তর্জাতিক আর্চারিতে ওয়াদা পূরণ করলো বাংলাদেশ। মোট ৯টি ইভেন্টের মধ্যে ৬টিতে স্বর্ণপদক জিতে একক আধিপত্য দেখালো স্বাগতিকরা।

নারী এককে হীরা মণি, নারী দলগত ইভেন্টে শ্যামলী রায়, বিউটি রায় ও রাদিয়া আক্তার, কম্পাউন্ড পুরুষ দলগত ইভেন্টে আবুল কাশেম, মিলন মোল্লা ও নাজমুল হুদা এবং রিকার্ভে রোমান সানা, সারোয়ার হোসেন ও তামিমুল ইসলাম বাংলাদেশকে স্বর্ণ এনে দেন। সাফল্যে সন্তুষ্ট খেলোয়াড়-কর্মকর্তারা।

দেশের মাটিতে প্রথম আন্তর্জাতিক প্রতিযোগিতাটিকে স্মরণীয় করে রাখলেন বাংলাদেশের আর্চাররা। নারীদের রিকার্ভ বো ইভেন্টের এককে স্বর্ণ জিতে দিনের শুরুটা করেন হীরা মণি। আজারবাইজানের ইয়ালাসুল রামোজামোভাকে ৬-৪ গোমে হারিয়ে ক্যারিয়ারের প্রথম আন্তর্জাতিক পদক জেতেন তিনি।

আর্চারদের এ সাফল্যকে ধরে রাখতে ফেডারেশনকে আরো যত্নশীল হবার আহ্বান জানালেন স্বর্ণজয়ী পুরুষ কম্পাউন্ড দলকে নেতৃত্ব দেয়া আবুল কাশেম মামুন।

এদিকে, শক্ত প্রতিপক্ষ নেপালকে রিকার্ভের দলগত ইভেন্টে হারিয়ে বেশ উচ্ছ্বসিত বাংলাদেশের মেয়েরা। সন্তোষ জানিয়েছেন নারী দলগত ইভেন্টে নেতৃত্ব দেয়া শ্যামলী রায়। প্রত্যাশানুযায়ী সাফল্য পাওয়ায় খুশি বাংলাদেশের ভারতীয় কোচ নিশীথ দাশও।

ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh