• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ফাইনালে বৃষ্টির সম্ভাবনা

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৯ ফেব্রুয়ারি ২০২০, ১০:৫৪
ICC U19 Cricket World Cup Final
ছবি- সাম্প্রতিক

যুব বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে সফলতম দল ভারত। ২০১৮ সালে সব শেষ আসরেও শিরোপা তুলেছে দলটি। এবার টানা দ্বিতীয় ট্রফি জয়ের সামনে দাঁড়িয়ে কিংবদন্তি রাহুল দ্রাবিদের শিষ্যরা। অন্যদিকে প্রথমবারের মতো ফাইনালে ওঠা বাংলাদেশ বেশ আত্মবিশ্বাসী। গ্রুপ পর্বে চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ও সেমিফাইনালে দাপট দেখিয়ে এবার শিরোপার লড়াইয়ে নামার জন্য প্রস্তুত আকবর আলীর দল। রোববার দুই দল মাঠে নামার আগে বাধা আপাতত একটাই, ম্যাচের মাঝে হানা দিতে পারে বৃষ্টি।

দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রুম শহরে স্থানীয় সময় সকাল ১০টা ও বাংলাদেশ সময় দুপুর দুইটায় মুখোমুখি হবে দুই দল।

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, এদিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। অ্যাকুওয়েদার বলছে, দুপুরের পর মেঘাচ্ছন্ন থাকবে সেনওয়েস পার্কের আকাশ। বিকেলের দিকে ঝরতে পারে বৃষ্টি।

যদি বৃষ্টির কারণে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ফাইনাল পণ্ড হয় সেক্ষেত্রে রিজার্ভ ডে’ রাখা হয়েছে পরেরদিন সোমবার। এমনটাই জানিয়েছে ইএসপিএন ক্রিকইনফো।